মানুষ ধর্ম জ্ঞান পূর্ণতা
বিজ্ঞতা প্রাণ মন।
আত্মার প্রশান্তি সুহ্নদয়
শূন‍্যজ্ঞান পরিপূর্ণ।


অলস অবোধ যারা বোকা
চালাক চন্দ্র চূড়ায়।
হারানো মর্যাদা পূর্ণতা প্রতি
জীবনবোধ শ্রম পূর্ণ।


শতশত মর্যাদা সেই প্রাপ‍্য
আসল নকল সমতা।
চমৎকার সুন্দর পরিপাটি জন
স্বভাব সর্বোস্তর প্রেরণা।


মনের মাঝেও মন থাকে
একটি মনই বহুকথ‍্যে!
চায় নানান চাওয়া-পাওয়া
কোনটি পেলে সুখী?


কোনটিতে অসুখী বেদনা মন
অনেক সময় অপেক্ষা।
জানার চেতনা অগোচর রয়ে
ভুল মন ভুলনত্বতায়।


সুন্দর মন শোভায় বিঘ্নতার
অহনিহ স্বীকার মত্ত্বা।
একটি ভুলে সবই এলোমেলো
মাধূর্যতা রক্ষার্থে মন।


পূর্ণপবিত্রতা মহান মানবতা মন
সর্বত্রে রেখে চলতে।
সেই মানুষেরাই জগৎ পবিত্রচল
দুনিয়া-আখেরাত;
মাধূর্যতা মনটিতে ভাবনা সবে।
***********************
বাণী: মানুষ যদি নিজেকে সঠিক পথ চলায় সত‍্য-নিষ্ঠার মানে যাপিত অপূর্ব ভাবনার সামূদ্র সমান শ্রমদিয়ে অগ্রসর হন। সেই সকল গুণিমানুষদের মর্যাদা এই সমাজ কখনও মূল‍্য দিতে পারে না। অথচ ঐ' সকল গুণিজনাদের গুণের কারণেই বিধাতাসহ পাপী-দাপী জনেরও সাময়িক সময়ের জন‍্যে হলে ভাল চলা ও বসবাসের সুযোগ করে দিয়েছেন। যা অপদার্থ বুঝতেই অস্বীকার। সেই মনে মাধূর্যতা পেতে বিঘ্নতাই অবধারিত।