মায়ের ভাই মামা
মামা ডাকে অতুলন
হয় না তুলনা
অন‍্য কোন ডাকে!


মামা যে আমার'
মায়ের সহধর ভাই
কি যে আপনের'
মায়াতে ভরা মনে।


আদর মমতার তরে
একান্তই আপন নীড়;
নিরাপদ হ্নদয়ের গহীন
শেখর টানের মাতৃত্ব!


মায়েরই সহধর বোন
খালামনি ডাকেতে ঐ
বাবা সোনাতে স্নেহের
শেষ থাকে না....।


কোনই কালের আপন
আঙ্গীনা বলে জানাতে।
তারপরও হেথায় মামা!
মামাতো মামাই ভাগ্নে।


কথায় অনেক জনকেই
বলতে শোনা যায়
মামা-ভাগ্নে যেখানে
সেখানে থাকে রয়'কি!
কোনই আপদ-বিপদ।


মায়ের সহধর ভাই;
আমারই আপন মামা
সেই হ্নদয় হরণের
প্রেরণা তৃপ্তের সারা'


জাগানো প্রেম ময়েতে
অনেক শুভকামনা রয়
একে অপরের তরে।
মামা বাড়িতে মামীর'


হাতে দুধ-ভাত ভারী
মজা খেতে ঐ'সেই
বেজাই ভারী মনেতে
তাই তো বেড়াতেই;


খুবই প্রেরণা জাগে!
মামা-ভাগ্নের প্রেয়সী
ঐ'সেই একই ছত্রের
নয়নের নয়ন মিলনে।


এই জগতের মামাতে
সম্পর্কে ভাগ্নের রয়
দ্বিতীয় কি অজানাতে?
তুলনা হবে কিসেতে?
মামা-ভাগ্নে জুরি নাই
এহজগতের তরে ঐ'
মায়ের সহধর চরণে।
===×××===
===×××===
বাণী: মামা-ভাগ্নের ভালবাসাতে কোনই নিঁখুত! কখনও সখনও শোনা যায়' মামা বিদেশ থাকাতে মামী ভাগ্নের প্রতি অনেক শুভকামনা জানাতে চায়! সেই তরে মামীও কম প্রেয়সীর খল-নায়িকা হয়ে ওঠেন। যার ফলে কোন অবস্থাতেই মামীর একাকীত্ব জীবনে মামা ছাড়া ভাগ্নের নয়নের অপলক দৃষ্টির অপূর্বের একক সত্ত্বায় দেওয়া উচিত।।