আমি শিশুর কথা বলছি না
কিশোর বয়স একটি মধুময়
সেই বয়স যেন চাই অনাবিল
পিতা-মাতা-দাদা-দাদী-নানা..


ফুফু-কাকা-মামা-মামী-ভাই-
বোন-চাই আদর্শ পরিজনায়
প্রতিবেশি বিকশিত আপনত্ব
বলছি বড়রা বয়স্ক সন্তানেরা।


বলছি আমার-আপনার কথা
যেখানে থাকবে উদারতা ভরা
মননশীল প্রেরণাতে অনুসূচনা
উদ্ভাসিত পরিবার নিন্দুক হিংস।


তবেই মানুষ মানুষে গড়ে উঠবে
সহমত সহমর্মিতা পূর্ণ‍্যে অপরুপ
তখন আর মানদন্ড ভাবনায় নয়
পরিবার সমাজ রাষ্ট্রই মান সুউচ্চ।


ভেবে চিন্তে কর বুদ্ধিদীপ্ত মানব
সভ‍্যতা অর্জন কর্ম বাধা আসুক
সেই নিজকে করো জয় তব ধন‍্য
সমাজপতি উষা রাঙ্গা ঐ'শী জয়।
********************
বাণী: চলমান