মানব শরীর
মানব দেহেই বসবাস করে
শরীর নামক মানব দেহ খানাতেই
ঐ দেহখানায় চায় নিতে যে বিশ্রাম।


মানুষ কর্মঠ! কাজ কর্ম করেই
চলে মানুষেরই জীবন।
একঘেয়েমী'তে করলে কাজ
তুমি মানব না দিলে সময়।


ঠিকই শরীর এক সময়ের ক্লান্ত
পরিশ্রান্ত মনে যে কোন ভাবেই
নিয়ে নিবে তার বিশ্রাম। ঐ মানব
শরীরই বলতে চায় নিতে বিশ্রাম নাই


সেই তরে বিকল্প নেই যে অবকাশের।
তাই তো মানব শরীর নিজের অজানাতেই
ক্লান্ত মননেই শ্রান্ত পিপাসীতের হ্নদয়ের
এক ছত্রতার অপূর্বের ন‍্যায়ে নতুনত্বের'


জাগ্রতে! ওরে মন মানবের শরীর দূর কর
হেথা ঐ সেই বদাভ‍্যাসের বৃথা কর্মযেথায়।
এসো করি কর্ম নিয়ম মেনে সময়ের কাজ ঐ
মনে। দেখতে পাবে সময়ের কাজ করলে সময়


মেনে, কোন অনিয়মেরই বালাই দেখা দিবে না
মানব জীবনের অকল‍্যাণের। সেই জন‍্যেই তো
প্রবাদ বাক্যটি সত্য কথাই বলে; সময়ের কাজ
সময়েই করলে সঠিক সাধন-ভোজন মেলে।


সময়ের এক ফোঁড়ন! অসময়ের দশফোঁড়ন।
সেই জ্ঞান রেখে করলে কাজ মানব জীবনে
আসবে না নেমে চরম ক্লান্ত নামক পরিশ্রান্ত
মানব জীবনের শব্দবর্ণমালা অজানা রুপের।


অনন‍্য মনের হিয়ারই অজ্ঞতার বৃথা বিনষ্টের
শুভ অনিষ্ঠের অপ্রিয় আশাতুত কল‍্যাণের কথা।
মানব শরীরের সেই অবকাশ রইবে ঐ মনে
যা আশাতুত সুরক্ষার্থের চমৎকার অবকাশে।।  
===×××==
===×××==
বাণী : মানব জীবন এমনই একটি দেহের মধ‍্যে বসবাস করে, যে দেহটারই শরীর হিসেবে বহন করে আসছি। সেই দেহটাকে সময় মত পরিচর্চা করে রাখতে সচেষ্ট হতে হবে, অন্যথা হলে ঐ শরীর নিজ হতেই পরিশ্রান্তের অজুহাতে গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখেই বিশ্রাম নিয়ে তাকে সুরক্ষায় সহায়ক হবে।