দেশ পরিচালনায় হয় কত নিয়ম
প্রয়োজন থাকে বহুগুণ জ্ঞানালো।
রাষ্ট্র রাজনীতির চরম অসভ্যতায়
চরমপন্থি মননে মদদদাতা দূষ্মন।


যারা দেশের শত্রু; বহি:বিশ্বেরও
আজ যে রাষ্ট্র নায়কের মন বড়ই'
পর রাষ্ট্র লোভে লিপ্সতা যোগায়
চায় পেতে মরুয়া দখল ভোগীর।


এক দিন পেলেও তাই! কি করবে?
এমন মানুষের চাওয়া রয় কি জন্যে?
মানুষ মানুষের জন্যেই যদি হয় তবে
কেন যুদ্ধ বিনিময় দখল বাজ ভোগ?


আপনি আপনারা কার জন্যে কিসের
নেশায়, করছেন এক দেশ মানুষেরই
সাথে বেঈমানিতে অপরের সাথে যুদ্ধ?
এই যুদ্ধ বিগ্রহ মনের রাজা জেনে রাখ!


আজ তুমি আছ; কাল কি থাকবে জান?
কোন নেশায় এতো অহংকার হুমকার?
করতেই দখল অপর রাজ্য ধন দৌলত!
সেই ধন-সম্পদ কাকে, কাদের জন্যে?


সংরক্ষণ করবে তা কি একবার জেনে
বুঝে করেছো বিজয়ী হওয়ার সাধযুদ্ধ?
না জেনেই মানুষ হয়ে করছো ক্ষতিকর
এক প্রলয়ংকারী ধ্বংস লীলার রক্তাক্ত?


যে রাষ্ট্র ও সম্পদ করলে দখল জুলুমে
সেই সম্পদ ভোগ করাবে কি পশুকে?
না কি ঐ'যে ছিনিয়ে এনেছিলে যাদের
নিকট হতে, ভোগ করাবে তো মানুষকে?


তাই যদি হয়; তবে কেন এতো যুদ্ধের
রোষানল রাষ্ট্র রাষ্ট্রের অস্ত্রের ঝনঝনানি?
রক্ত রক্ত পণ পণ মর্মবেদনারই খেলা?
মানুষ মানুষের জন্য কেন নয় নিবেদিত?


সফলতো তারাই যারাই মানবতা প্রেয়সী
যুদ্ধ নয় শান্তি কাম্যে অনুগামী অনুসারী।
কর্ম আমায় বলে দিবে সফলতা গুণেই
যুদ্ধ করে মীরজাফরি নয়, রায় দূলর্ভনয়!


ঘোষেটি বেগম নয়; এমন বীর হতে নেই
যে বীরের সংঘাত আসে মানুষ মানুষের।
সেই বীবের কোনই ইতিহাস রক্ষা হয় না
হয় রক্ষা অপবাদের লীলা খেলা কটুবাক্য।


কেন মানুষ মানুষের মুখেই হতে হবে
এতো বড় সংঘাতময় পর্ব অপবাদের?
তাই তো বলি সকল দেশ পরিচালক
রাষ্ট্র নায়কেরা থামাও মানবতায় যুদ্ধ!


এগিয়ে এসো সমাজ কল্যাণের দিকে
দেশ এগিয়ে নাও  সুশিক্ষা জ্ঞান বিজ্ঞান
আবিস্কারের অবিস্মণীয় মুগ্ধকর বিধাতার
দয়ার অনুগ্রহ পেয়ে' চমৎকার উপহারে।


সেই না  রাষ্ট্র নায়ক সেরা জাতির নিকট
তুমিই অনন্য অসাধারণ মানবতাবাদীতা!
সমাজ তটে দেখা মিলবে মুগ্ধকর মহান
মানুষ। তুলনা হয় না অন্য কোনই জাতি।
×××××××××××××××××××××××××××××
বাণী: সেই তো মহান রাষ্ট্র নায়ক। যে রাষ্ট্র নায়ক সকল দেশের কল্যাণ কামনায় সৃজনশীল দীপ্তমান সুবুদ্ধির কর্ম করে ইতিহাস সাক্ষী রেখে মানবতার তরে ভাল কাজ করে রেখে যান অমৃত স্বাক্ষী ইতিকথা। যুদ্ধ নয় শান্তি কাম্যে অনন্য ব্যক্তিত্ব রাষ্ট্র নায়ক। সেই রাষ্ট্র নায়কই হলেন মহান শান্তিময় অসাধারণ দেশ পরিচালক। যিনি সারা জাহান সর্বজন স্বীকৃত।