আমি না কি মানুষ চিনি!
ভাবনাতে রই আমি মানুষ'
আমরা মানুষ রুপি হয়েই
আসলেই কি মানুষ হওয়া সহজ?


ওহে! ভাবনা জগতের মানুষ!
মানুষ হওয়ার স্থপ্নের বিভোরে
স্বপ্নবাজ মানুষেরা কেন আজ'ঔ
জীবন ভাবনাতে রয়ে অজ্ঞানতাতে?


এসো ভাব করি' সেই অর্জন পূরণ স্বপ্নের...
চলি এক সাথে! রয়ে আপন মনে
মানব জীবনকে দীপ্তমানের তরে!


অর্জন করতে প্রকৃত মানুষ হওয়াতে।
অর্জিতে রইবে মানবের মন‍ুষ‍্যত্বের মন'
করবে অর্জন সেই মনে পরকে আপনে।
থাকবে না ঐ সেই জ্ঞানের আলোতে '


কোনই অন্ধকারের দেখা! রাত আর দিন;
বলবে কথা ওরে বন্ধু এ কেমন করে অর্জন
করলে জ্ঞানের আলো দিলে ছড়ায়ে সকল
মানবের তরে মানুষ মানুষের জন‍্যে এই;


ত্রিভূবণের চমৎকার দিন-রাত্র নাহী ভাবনাতে।
একে অপরে উভয়ই পরিপূরক রইবে সহমতে।
সেই তরে মানব রবে মানুষের চেতনাবোধে'
উদ্ভাসিতের মননের স্নিগ্ধতার উজ্জ্বলে!


একজন জ্ঞান দীপ্তের প্রকৃত মানবই পারে
সেই পবিত্র ঝলমল মনে ঝরঝরে জ্বালায়ে
আলো; সমাজকে চেতনা শক্তিতে পূর্ণ‍্যতা দিতে।


আহা;
হা-মা-ন-বে-র-ত-রে-ভা-ব-না-ক-জ-না-তে রয়!


বল সকলেই; বল সকলেই ঐ মনে' শুধুই ছলনা!
কেন ভাই-বোন? কেন? কি আছে এক জীবনে?
ধান্দা ছাড়! এসে পড়! রও মানবের ভাবনাতে।।
===×××===
===×××===
বাণী: মানব জীবনকে কল‍্যাণ কর করতে হলে একজন মানুষ প্রথমে নিজেকে পরিশুদ্ধ জ্ঞানার্জনের মাধ‍্যমে জানবে। তারপর ঐ'জ্ঞানের আলো সেই প্রকৃত অর্জিত জ্ঞানের মানুষ মানবের তরে যে জ্ঞানের আলোর প্রবেশ ঘটাতে চান তা মানুষ হওয়ার প্রত‍্যয়ে লুফে নিয়ে একে অপরকে গড়তে সহায়ক হতে হবে। সেই তরেই সমাজে বড় ভাল মানুষের অভাব কমে আসবে। অন‍্যথা নহে।