এই তোরা কেমন লোকরে
কেন বলিস অমন কথাটি ওকে
ওতো আমাদের মতন একজন!
মানুষ বলতেই ভুল হয় সেই মনে।


আবার কেহ বলে কেন বলবি ঐ মনে
মানুষ বলতেই ভুল হয়! ঐ মানুষটি
কার সাথে ভুল করেছে, তারই মতন
অপর একজন মানুষেরই সাথে নয় কি?


ওরে মানুষ আমরা বিবেকের অবচেতন!
ক্রমেই অবিবেচকের পথে চলে ন‍্যায় ছেড়ে
অন‍্যায় পথে ধাবিত হয়ে নিজকে করে থাক
দাম্ভিকথায় ভয়ংকর রুপ ধারণে দেখাও যেন!


তুমিই সেরা ঐ'দিকে বদাভ‍্যাশেতে ভরা।
মানতে চাওনা তোমার অশুভ মিথ‍্যা রিঁফুর
অহংকারের অহং! যা হে নামে ও দেখতে
এই তো কেমন লোকরে! চেতনায় মানুষ।


আসলে পশু না কি মানুষ রুপি অমানুষ?
শুধু বলে থাকি না জানাতেই অমক ভাল!
তমক ভাল মানুষ! উনার মত মানুষ হয় না'
প্রকৃত পক্ষে কে মানুষ, জান তবে ভাল মনে।
===×××===
===×××===
বাণী : আমি অনেক জ্ঞানী! আসলে কেমন জানি! তাই তো বলি প্রকৃত চেতনা বোধের চেতনাতিত সাধনের চরিত্রে উপলব্দিতে মন না হয়ে অমন মনে কেমনে রবে জানতে মানুষ আসলে ভালই! ওতো আমাদের মতই মানুষ সেই মনে।