মানুষ কথাটি বড় সহজ
প্রকৃত পক্ষে রই ক'জনা
মানুষ ভব তটে সকল?
মানুষ কথাটি সহজ নয়!


মানুষ মানুষে বেশ ফারাক!
একই মানুষ আল্লাহর বান্দা'
একনিষ্ঠতায় ভরা মন একত্ব
এই মানুষরুপই ডাকে দ্বিধায়।


মুখে আল্লাহই সব পরক্ষণেই
দেখা মেলে পরচর্চায় প্রশংসা।
যেন লোভ-লালসা মনটিতে
মানুষকে বলি আপনিই সব?


তাহলে বলি কেমনে সেই
সকল লোক আল্লাহরই বান্দা?
আল্লাহ খাওয়ায় আল্লাহই পরায়!
কোথায় ঈমান সেই দীক্ষার?


মানুষ বড়ই আজব মানুষ!
ভাবনা ভারীতে হৃদয় তটে
মানুষ খুঁজেই পাই না'রে;
মানুষ নামটি বড় চেতনার।


মানুষ হওয়া সহজ নয়'রে!
দু'টি চোখ আর দু'টি পাতে
চলতে পারলেই হয় না'রে
মুখে বলাতেইকথা মানুষ।


ধর্মজ্ঞান অন্ধত্বের সেই সেরা
অবুঝ মানুষ বোকা হাদারাম!
সামান্য বুঝনিতেই বুঝতে বেশ
নিজেকে জানে আমিই সেরা।


আসল নকল গুলিয়ে চলছি
এ'জগৎ ভবতটে যেমন খুশি।
না না'রে ভাই-বোন সকল
বিধাতা মানুষ হতে বলেছেন।


সেই রুপগুণের অর্জন প্রকৃত
সঠিক দীক্ষার্থে জ্ঞান চর্চায়
সুষম জীবন নিজেকে জেনে;
পরোপকার কল্যাণী মন ব্রত।


ধর্ম-কর্ম-যাপিত-জীবনটিতে
কখনও ইচ্ছা পোষণ করবে না
কেমন স্বাদ মিথ্যার আশ্রয়ের!
মানুষ মানুষেরই ক্ষতি মানুষে।

তাইতো শোন সকল সন্তানেরা
মানুষরত্ন সেরাধন অমূল্য রতন
স্বভাব-চরিত্র-পরপোকার-সত্যে
মানুষ তারাই! অন্যরা নামমাত্র।
××××××××××××××


বাণী: সকল ধর্মের মানব কল্যাণ মূল উদ্দেশ্যেও মানব কল্যাণেই মানুষের প্রকৃত মানব সেবা। সন্দেহ থাকে ঘেটে দেখ সকল মানুষ, আল্লাহর দেওয়া ধর্ম গ্রন্থ বিধানে কি বলা ও নির্দেশ আছে। মানুষ হওয়া সহজ নহে। প্রকৃত মানুষ আছে ক'জনা? সেই কথাটি জানলে বুঝলে, জ্ঞানের আলোয় চলা মনটিতে তবেই মানুষ হতে পারবে, নয়তো নয়; মানুষ হওয়া সহজ নয়।