ওহে ভাই-বোন শোন তবে শোনরে
ঐ লোকটি না কি মস্ত বড় শিক্ষিত
ডক্টরেট জ্ঞানে গুণের হয় যে একজন!
আইএ বিএ পাশ যাই হোক না কেন
শিক্ষিত সমাজের মধ্যের সেও একজন।
অপর জন পিএসসি, জেএসসি, এসএসসি
আধুনিক শিক্ষার অনন্য জ্ঞানের হয় জ্ঞানী!
তাহলে বোঝেন কেহই তো নয় নি'বুদ্ধির;
বিবেক চৈতন্য বোধতায় নিজেকে জানে
অনেক বুদ্ধিমান ও বুদ্ধিমতির একজন।


তাহলে সকলেই হই যদি জ্ঞান পিপাসিত'
হই বিবেকের বিবেচ্য মানুষ রুপের একজন
শাশুরির সাথে বণিবণা হতে চায় না,
ভাই-ভাই থাকছে দ্বন্দ , কথা বলতে চায়
না একজন আরেক জনের সাথে, কি যে
অসহযোগ মানুষ হয়ে মানুষেরই সাথে
কেহই কাহারো আদেশ উপদেশ শুনতে
ও মানিতে চাহে না মন হতে; তাই তো
এতোটাই পাই বিভাজন মানুষে মানুষে।


মানুষ মানুষের মাঝে! অরাজকতা, শত্রুতা,
খুন-খারাপি, বদনাম, ধর্ম নিয়ে মিথ্যাচার,
অপবাদ, কুৎসা, বিবাহ-বিচ্ছেদ, যৌতুক,
কালো-ধলো, রুপ-চেহারার অহংকার,
অর্থ-বিত্তের বৈভবের দাপট, প্রাচুর্য্যতার-
বদান্নতার ভবিষ্যৎ ধ্বংসের কর্মকান্ড, রয়-
কেন সমাজে এতো নেশা গ্রহস্ত মানুষের দল,
হয় কেন মা, বোন, স্ত্রী, মেয়ে, একই মানুষ হতে
ধর্ষণ? কোথায় আমাদের বিবেকের জোর? কোথায়
আমরা শিক্ষিত গুণিজন? কোথায় কর্মজ্ঞানের সুবিবেচক,
আজ যাকেই ভাল লোক বলে জেনে এসেছি,
কাল পড়শুই তারপর দিন অন্তরালেই জানা যায়
বদমাহিশে ভরা, অন্যায় ভাবে করে অর্থ উপার্জন,
চরিত্র ভাল না, খারাপ আচরণ, শয়তান, লুচ্চা,
আরও কত রকমের চোর, ডাকাত, ছিনতাইকারী,
হাইজ্যাকার, ফকির, রিক্সা চালক, বাস-গাড়ি চালক,
শিক্ষক, পন্ডিত, বুদ্ধিজীবি, গুণিজন, কলামিষ্ট, সম্পাদক,
অফিস আদালতের শ্রমিক,কর্মচারী, কর্মকর্তা, উচ্চ পদস্থ
বড় সাহেব নামক, রাষ্ট্র প্রশাসন, রাষ্ট্র পরিচালনা সরকার।


সবই তো মানুষ মানুষের তরে রয়ে করে আসছি জীবন-জীবিকা
নির্বাহের কাজ, সমাজ বলে কথা সেই বুদ্ধি দিপ্তের অনন্যের
সুন্দর স্বভাবের বৈচিত্রের অপরুপ শোভায় শোভিতের তরে।
তবে কেন মানুষ হয়ে হয় অপরাধী? ঘৃণার পাত্র নিজ কর্ম দোষে!!
তাহলে বলেন কে শিক্ষিত আর কেন জ্ঞানী?
কেহ শিক্ষিত সৎ ও কর্মদক্ষ গুণি লোক বলিলে ভাল কথা
দিলে সৎ ও গঠন মূলক উপদেশ শুনতে চাই না যে কেহ!
যদিও কেহ শোনে; পরক্ষণেই খুঁজে ফেরে সহজে পাওয়া যায় কি ভাবে?


হে ভাই-বোন, পিতা-মাতা, আপামোর জনতা সকলেই আমরা'
মানুষ হতে নিজ ইচ্ছা কর পোষণ, চল সঠিক পথে, দীক্ষা নাও না
জীবনে সঠিক পথ চলার! হবে বড় এবং প্রকৃত মানুষ নির্ভেজাল জীবনে।
করবে পরিশ্রম, গড়বে নিজেকে, অসৎ পথে চলবে না,
চলার আশাও করবে না, পরশ্রীকারতার স্বীকার হবে না,
অলসতা প্রকাশ করবে না, বিনা কারণে ঘরে বসে থাকা যাবে না,
আমি শিক্ষিত জেনে ছোট কাজ মনে করে বেকার বসে থাকা নিরর্থক,
বাজে বন্ধু আড্ডা দেওয়া ও সময় নষ্ট না করে সময়ের কাজ করলে সময়ই
এক সময় বলে দিবে আসলে তুমি কি মানুষ হতে পেরেছো না?
না মানুষ যদি না হই মানুষ ঐ রুপের রুপ কথার গল্পের ন্যায়ই রবে হয়ে।।
===×××===
===×××===
বাণী : একজন মানুষ যখন তার জীবনে শত পরিশ্রম ও কষ্ট সাধ্য বিনিময় এক সময় পুঁড়া কাষ্ঠ্যের ন্যায় খাঁটি সোনায় পরিণত হলে, দেখতে পাবে "আল্লাহ্ তাওয়ালা ঐরুপ কর্তব্য নিষ্ঠার ব্যক্তির জীবনে কি সুখ-শান্তি ও মান সন্মান দ্বারা ভরপুরে রাখবেন, যা ঐ ব্যক্তির জীবনে কল্পনা অতীত ছিল।।