মানুষকে চলতে দেখি; চলছিও
দেখা কোন না কোন গন্তব্যেই।
কথা যখন বলে কত সুউচ্চারণ
অনেকেই কয় কথা অপূর্ব সুধা।


কেহ বলে তার আঞ্চলিক ভাষা
কেহ একটু পড়া-শোনাতে শুদ্ধ।
কাউকে জন্ম হতেই একটু অবুঝ
আবার কেহ সৌন্দার্য প্রিয় মিষ্ট।


কত কথা বলে কত জনা সাথে
হাসি আর আনন্দ ভরা মন যেন
পেতে পারে এক অনন্য শোভা
সেই মানুষেরাই কেমনে অবুঝ?


কেন হতে পারে না সহজ-সরল?
এই ভাল; এই মন্দ; এই হিংসা;
এই ন্যায় নীতিবান; নীতিবাক্যের
যেন নেই কেউ অতুলনীয় অন্যে।


মানুষ এই ভাল; আর এই মন্দ;
কেন মানুষ ভাল হতে সমস্যা কি?
কোথায় আছে সুশিক্ষিত জনেরা?
এতো অমানুষের ভীড়ে দেশছাড়া।


দূরন্ত মন করেছে যারাই নিয়ন্ত্রণ
সেই সকল মানুষেরাই সঠিকতা!
জানে নিজকে জ্ঞানালোর সুউচ্চে
জটিল করে কোন লাভ নেই ভবে।


মানব জীবন যতটাই করবে সরল
সেই মানুষেরাই জীবন গড়বে মুক্ত।
মনটিতে আপন পেয়ালা সুগন্ধি মধু
আসবে জীবন সফলতা সুসাধ পর্ব।


সহজ সরল মানুষ হবে এক-অপর
কেহ যেন না হয় এক হতে অপরে
ক্রোধের স্বীকার। জীবন হুমকিদৃশ্য
আহাজারীর আত্মঃনাদের হুমকার।


আমরা হই যেন প্রকৃত মানুষ মমিন
ঈমানদার। হই যেন সঠিক বুদ্ধিমান।
কল্যাণকর কাজে হই যেন সদা মন
কয়লার রঙ যেন না ধরায় অপ্রিয়ে।


সুজন তখনই পাশে এসে দেখা দিবে
যখন মানব মানবে গড়বে সুন্দর মন।
এমন জীবন চাওয়া ঠিক নয় মূল্যহীন
চেতনা অপ্রিয় সরল-গরলতা মনুষ্যত্ব।
××××××××××××××××××××××××××××××


বাণী: মানুষের মন চেনা বড়ই দায়! আর তাই তো মানুষ বড়ই গড়ল প্রকৃতি হয়ে থাকে। যার ফলে উক্ত গড়লতা কাঁটায়ে উঠতে না পারায় সুন্দর জীবন বিনষ্ট হতে থাকে। ফলে যা যাবর জীবন যাপন করে থাকে। তখন আর কিছুই করার থাকে না। যা সত্যই একজন মানুষ হিসেবে কোন অবস্থাতেই কাম্য নয়।