কে বলেছে ভাই; মানুষ শিক্ষিত জ'না
এমন কোথায় দেখেন কি সকল জ'না?
আমার শিক্ষা দীক্ষা যাই বা আছে কই'
দেখতে তো মোটেই পাই না সুশিক্ষিত।


শিক্ষিত লোকেরা যখন ভাল কাজমন
দেখা-শোনা বলি আমি কেন পারি না!
ঐ লোক গুলির মতন অমন করে কাজ
সেই মনে বলি হায়রে জীবন এ'আমার।


ভাল কাজ করতে পারতাম হলে শিক্ষিত
রইতাম সকল মাঝে অপূর্ব সেরা জনায়।
আসলে কি তাই শিক্ষিত হলেই কি আর
প্রকৃত মানুষ হতে পারে মানুষ সমাজের?


সেই জ্ঞান অর্জন না করলে কি করে হবে
হবো আমরা একে অপর জনার তরে এক।
হায়রে মানুষ; সকলেই বলি আমি মানুষ
প্রকৃত করছি কি বিনা কারণে অযথা মন?


যা আসে না কোন ফল নিজ জীবনটিতে
এমন করেই যাপিত জীবন বিনা কারণে'
চলছি সময় নষ্ট করে অভূতপূর্ব অশ্রমের
অযথা নিষ্ফল চরণ অসভ্যতা ছড়ানোয়।


এমন কেন কর্মকান্ড হয় শিক্ষিত মানুষে?
মানুষ না কি সৃষ্টির সেরা জীবন প্রচারিত!
আসলে পবিত্র ধর্মগ্রন্থের বিধান কি বলে?
ধর্ম গ্রন্থে স্পর্ষ্টই উল্লেখ অছে মানুষ হতে.


হয় প্রকৃতই মন্যুষত্ব বিকাশে! মানুষ হওয়া
নয়তো সহজ এ'জগতে। সত্য নিষ্ঠার হলে
তবেই প্রকাশিত মানুষ রূপ চিরচেনা সভ্যে।
সে রকম চেতনাতে যারাই নিবে দীক্ষা সেই।


সকল মানুষেরাই হতে পারবে সুশিক্ষা জ'না
অন্যথায় নয়তো পরচর্চা সময় অপচয় তারা
অবশ্যই বিধানের বরখেলাপীরা (নারী-পুরূষ)
নয়তো মানুষ যা নামে মাত্রই চলন বলনের।


মানুষ হয়ে অমানুষ জীবন মন কেন যাপন?
মানুষ যখন হয় প্রকৃত ও স্বাভাবিক হৃদয়।
মন প্রাণ আত্মাও তাই হয় চলি সকল তরে
একই সুমন ভাবনা স্পর্শতা যাপিত জীবনে।


ঐ'সকল মানুষেরাই পাবে সৃষ্টির রহস্যময়
জ্ঞান ভাবনা অপূর্ব চেতনা সুহৃদয় উপযুক্তে।
এসো মানুষ এসো সকল পাপ কাজ ছাড়ো
পূর্ণের পথে চলি অবিচল; তবেই শিক্ষিত।
××××××××××××××××××××××××××××
বাণী: শিক্ষিত ও শিক্ষা সমান কথা নয়! শিক্ষিত হতে হলে মুক্ত মন ও উচ্চভিলাষী হৃদয় থাকা চাই। যা জীবনকে সত্যই শিক্ষিত মানুষ গড়ে তুলতে সহায়ক। একজন প্রকৃত শিক্ষিত লোক কখনও দ্বীনহীন হয় না; অর্থের ও কষ্ট হতে পারে না। যতই অর্থ কষ্ট থাকুক না কেন ঐ ব্যক্তি এক সময় আদর্শ ও উত্তম মানুষ চলনে আল্লাহ্ উত্তম ও উৎকৃষ্ট পুরস্কার দান করবেন। যা স্বর্গ সমতুল্য আর সেই স্বর্গসমতুল্য এই জগতেই ভোগ করায়ে থাকেন।