কেহ করে বেচা কেনা
কেহ করে দর-দাম।
দরে পোষালে বেশ
দেনা দায় লেন দেন।


এমন করেই চিনতে হয়
মানুষ মানুষকে সকল!
আমরা মানুষ জানি কি?
প্রকৃত জন বলি ভাল না।


ধোঁকা বাঁজ বেশ মানান
খুব খুঁশির শলাপরামর্শে'
মশগুল কি করার মানা
নেই, মানে না বারণ সে!


কিসের বুঝের অতিরিক্ত
মানুষ মানুষ হতে এমন?
এমন কি আছে সমাজে
যারা যা না বলা অজানা?


হতভম্ভ হতোস ছাড়ারা
তারাই করে গোপন চল।
চলাচল হয় অসাধারণে
দেমাগ দাম্ভিক উষ্ণমন।


সর্বনাসার শেষ মেষ হয়
তখনই বলবে অন‍্যথারই
অন‍্য রকম অসভ‍্যতা মন
আরে এইবার হেরেছি তা...


বেশ তাতে কি হয়েছে?
আগামীতে কোনই কেউ
ঠেকাতে পারবে না এ'ভব
দুনিয়াতেই আমি একজনা।


ভুলে ভরা জীবন মান হয়
কি কখনও সঠিক সাধনে?
আপনকে পর ভেবে ঠেলে
দূরে ক্ষত বিক্ষত শেষমেষ।
*******************
বাণী: আপনকে যারা পর ভেবে দূরে সরে রয়েছে। তারাই ক্ষতি গ্রহস্ত পরবাস। পরিবার কলংঙ্ক।