এই সেই মাস যে মাসটি স্মরণে
রয়েছে বাংলার ইতিহাস স্মরণীয়
একেক করে স্বাধীনতা সংগ্রামের
রচনা মর্ম-মানবতার বাংলার তরে।


বাংলার মানুষের জাগ্রত চেতনার
অসাধারণ সাধন স্বাদের দেশের
প্রতি দেশ মাতৃকার নিজস্ব টানে
রয়ে মন যেন করে থাকে একছত্র'


মানবতায় সেই দ্বীক্ষাতে কতশত
বাংলার মানুষের নির্যাতনের বর-
বরতার স্বীকার হন পশ্চিম পাকি
-স্থানীদের। কোনই অধিকার দিতে;


চেতনা পূর্ব বাংলার মানুষের তারা।
সেই চেতনায় বাংলার আপামোর
জনতা আর সইতে না পেরে ধীরে
ধীরে গর্জে ওঠতে থাকে দানাবাধে,


বাংলার মানুষের মাঝে প্রতিটি ঘরে
ঘরে গড়ে উঠতে থাকে ঘরোয়া দূর্গ!
সেই চেতনার বাংলার সুচিন্তিত ও
আজকের সফল সুনাগরিক ঔ সময়ে;


দেন নেতৃত্বে নিবেদিত মন ও প্রাণ'
সে হল শেখ মুজিবুর রহমান যিনি
আজকের দেশরত্ন বঙ্গবন্ধু তিনি।
বাংলার মানুষের অধিকার আদায়ে'


এই মাসেই ২৬-শে মার্চ মহান স্বাধীনতা
অর্জনসহ ত্যাগের সাধ্যতার অধিকারে
ঐশরিক আর্শিবাদের অপূর্ব প্রাপ্তিতে
সৃষ্টি কর্তা যেন নিজ হাতেই তাঁকে করে'


ছিলেন আপন মননের বলিষ্ঠতায় এক
অনন্য রত্ন:গর্ভা বাংলার মহানায়কের
জন্ম যেন স্বার্থকতা লাভে বাংলার স্বাধীনতা
অর্জনের সাথে তিনিও যেন অর্জন করলেন!


জাতিগত ভাবেই জাতীয়তা লাভে বাংলার
স্বাধীনতা অর্জনের লাল সবুজের পতাকা।
উন্মোচিতের অপূর্ব অর্জন যা বাঙ্গালীদের
চাওয়া-পাওয়ার দীর্ঘ-শ্বাসের শান্তি মিলন;


আর সেই মিলনেই ত্যাগ স্বীকারে ছিলেন
আমাদের বাংলাদেশের মানুষের বলিষ্ঠতায়
এক নিষ্ঠ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এমন একজন মহান নেতা যাকে স্মরণে রয়ে'


হই যেন জীবনকে নেতা নেতৃত্বের অনুপ্রেরণা।
এমন নেতাই খুঁজে ফিরি সর্বত্র সব সময় সতত।
এই সেই মাস যেন স্মরণ করায়ে দেয় ঐ অর্জনে।
যে মাসটি'র তুলনা হয় না! এই হল অগ্নি ঝরা মার্চ'
প্রতিটি বছর স্মরণে ঐ রয় উনিশশত একাত্তর মর্মে।।
===×××===
===×××===
বাণী : দেশের জন্যে যারা ইতিহাস রচনা করে গেছেন, গড়ে গেছেন মানব কল্যাণে দ্বীপ্তমানের অপূর্ব ও সন্মান জনক স্থান। রেখে গেছেন ভিত্তিতে মজবুত রচনা শিখর। যা কোন অবস্থাতেই উপছে মুড়ে ফেলতে পারবে না। তারা ঠুনকো নয়! তারাই আমাদের সমাজ চেতনার মজবুত খুঁটি। সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা কখনও ভুলবো না। স্বীকার করবো অকুপটে তার ত্যাগের মহিমার মর্মবাণীর ইতিহাস ও মানব কল্যাণে রচিত আত্ন:ত্যাগের কথা। তবেই প্রকৃত দেশাত্নবোধকের প্রতি মনুষ্যত্বের ন্যায় স্বীকারে রবে সেই ব্যক্তিতে স্বার্থকতা।।