এ কেমন মাতৃত্ব, মাতৃ মর্মতা রহে মাতৃগর্ভে?
ভাবতে অবাক লাগে! হতভম্ব স্পর্শকতা ছোয়া।
আপনত্বের অসাধারণ গর্ভজাত স্বভাব প্রথাগত
সেথায় অর্জিত ধন এই দেশ এই জাতি সকলে।


আমরা মানব জাতি সৃষ্টিকর্তার সৃষ্টির সেরাজীব
যদি হতে পারি প্রকৃত জন! তবে আসল নকল'
চিনবো একান্তই আপনে, সেই মাতৃমর্মতা অপূর্ব
ভাবনা যেন মায়ের শত কষ্ট বেদনা বুঝতে পারি।


আমরা সেই মনটি যদি তৈরি না করতে পারছি
এ'ধরা ঐ'অসাধারণ ভাবনা জাগ্রত অভিপ্রেতে।
মা আমাদের জন্মধাত্রী তিনি আসল ছিলেন শ্রম
জীবি যথার্থ শ্রমিক, তার মর্যাদা কি দিতে পারি?


আমরা এমন সন্তান যে মা নিজে না খেয়ে, নিজ
সুখ-শান্তি বিসর্জনে ভাবনা পেটে সন্তানাদীকেই
রক্ষায় ভূমিষ্ঠ তথা লালন পালনে কত ধৈর্য ব্রত'
সেই সন্তানকে বড় করতে শত ত‍্যাগ আস্তাদনে।


অমন করেই আমরা এ'দেশের সন্তান অধিকারই
ভোগ! জাগরণী কর্মমূখী কর্মজীবি শিষ্ঠাচার ভর!
কতশত মমতাময়ী মায়ের নেই সেই শ্রমমর্যাদা!
কোন সন্তান আছি আমরা; মায়ের মর্যাদা দিতে?


দিচ্ছি সঠিক ভাবে প্রকৃত জননী শতবর্ষ পেরিত
একান্ত আপন জ'না. জন্ম জন্মান্তরের এককে।
প্রকৃত পক্ষে আমার জানা মতে, তেমন কোনই
সন্তানকে দেখতে পাই না মায়ের মর্যাদা দিতে!


কেন ভাই-বোন! দশমাস দশদিন ছিলাম গর্ভে
সেই কথাটিই যদি ভুলে যাই' নিজ যৌবন টান
মিথ‍্যা অহং চাওয়া পাওয়া লোভ লিস্পতা ভাব;
মায়েরই মতন অপর একটি মেয়ে নিয়ে চলি।


মায়ের পেটের ভাত জোটে না, পড়নে কাপড়,
ঘরের চাল দিয়ে পানি পড়ে, আর বিছানা তো
যা তা যা যাবর; সেই পরিবার সন্তানেরা বলে
অপদার্থে কোন মতে চলা শিখে জমিদার ভাব।


নিজে জাত না হয়ে' জাতি গঠনে মনটি হেলা'
নিজ সংসার স্ত্রী-সন্তান চলে ভাত কাপড় ঐ'
মন প্রাণে কিন্তু মায়ের মর্যাদায় এই দেশেরই
প্রকৃত জননী-জন-পিতা-মাতা পায়কি মর্যাদা?


আমরা সেই সন্তানেরা দিতে পেরেছি মর্যাদা?
তবে কি করে সেই মায়েরই গর্ভে ধরা সন্তান
হতে গঠিত আয়ের পথে কোন মতে বিধাতার
দয়া প্রাপ্তে পরিচালিত কর্মযজ্ঞ ঝঞ্জা ব‍্যস্ততা।


মায়ের মর্যাদা দিতে পারি না যে সন্তানেরা!
সেই সন্তান হতে আসে কর্ম আসে শ্রম মূল‍্য।
যা পাই তাই তো বেশ! প্রকৃত পক্ষে চুষে খায়
অশুভ লক্ষ‍্যে নরপশু নামক মানুষ কলংঙ্কেরা।


শ্রমিকের মর্যাদা ক্ষুন্ন করে থাকে শ্রমিক নেতা
অধিকার নামে নোংরামী অর্থলোভ পাপী মনে।
ধ্বংস করে দিচ্ছে সেবা নামক বড় গলায় কথা
বলা ঐ'যে মায়ের মর্যাদা অবমূল‍্যায়ন সন্তান।


সেই চেতনা বোধদ্বয়তা থেকে বলি শ্রম-মর্যাদা
কে জানে? এমন মানুষ ক'জনা প্রকৃত জন রয়;
কল‍্যাণকামী প্রত‍্যেকেই আমরা পরের তরে এ'
সমতা মর্যাদা পূর্ণ শ্রম তথা মায়ের মর্যাদা রণ।
***************************
বাণী: শ্রমিক দিবসের মর্যাদা রক্ষার্থে শ্রমিক আন্দোলনের তুলনা অতুলনীয়। সেই মর্যাদা নষ্ট করার অধিকার কারও নেই। একশ্রেণির দূষ্কৃতকারী শ্রমিক অধিকার আদায় ও সংরক্ষণ নামে সুবিধাভোগী লোভী নেতারা মালিকের সাথে গোপন দরকষাকষি করে সুবিধা ভোগ করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যায়। যা শ্রমিক শ্রম মর্যাদার অন্তরায়।