ঐ'যে;
মাতুব্বর লোকটি ঐ'মনে কি বলে?
ছন্দবেশে কয় কথা লোক সমাজে
ছুরা-কেরাত জ্ঞানালোয় রয়ে যে ছাঁঁই!
জারী-শারী; মারফতি সবই বোঝে।
সে যে আমারই সর্ম্পকে হয় ভাই।


নামাজ-কালামের নিয়ম-কানুন জানে কি?
শিখেছে কি কখনও?
কত কথাই তো বলে থাকে সে ঐ'মনে
ধর্ম জ্ঞান শুন‍্য রয়েই চলে আসছে কেমনে?
লজ্জ্বা কি হয় না তার নিজেকে নিজেরই কাছে?


নিজের মুখেই বলে থাকে করেছে কি জীবনে!
এমন কর্মই করেছে ক্ষমা হবে কি ঐ'পর-পারেতে?
ছাড়েনি তো পাপের কাজ করতে কোনটিই বাকী;
নারী, মদ, মিথ‍্যা, জুয়া, পর-ঠকানো, ছল-চাতুরী।
মিষ্টিমিষ্টি কথাতে বেজাই ভারীতে' দুষ্টু-দুষ্টে থাকে
মেতে পর-চর্চার ভারী মনে আমল নামা শুন‍্যতাতেই।


ওরে মাতুব্বর দেখতে পাই শুন‍্য জ্ঞানেই
তুমি যে অনেক পন্ডিত! চল যে দাম্ভিকতাতেই।
গতরে পোশাক খানা পড়-পরিপাটি মনে
তোমায় দেখতে মনে হয় মস্তবড় গুণিজন!
বাস্তবে আস্তা একটি ধামড়ী শরীর মাত্রে।


আসলে যে তার নিজের বলতে নাই কিছুই'
ছিল বাবার কিছু জমিজমা তাতেই ফুঁঁটানি!
ঐ'নিয়েই  চলাফেরাতে করে আসছে মাতুব্বরী
অপরাধ মনে ভারী অহংকারের অহমিকাতেই;
বাবা চাচা ভাই ভাস্তে পোলা পাইনে সবই মিলে।


লোক সংখ‍্যায় বংশের বড়াইয়ে চলে যে বেজাই ভারী।
ঐ'বলেই দুষমনির দুষ্টবুদ্ধির কুটিলতাতে রয়ে
না করেছে জীবনে পড়া-লেখা না ধর্ম জ্ঞান চর্চা!
ভালো কাজ তো করেই নাই! স্বার্থসিদ্ধ চেতনায়।


শুধুই নিজের দিকে ভেবে করে এসেছে ক্ষতি
একে অপরের ঐ'সেই মনে রম‍্য লোভী চরণে'
পরকে-ঠকানো; একজনকে ভালো বাসতে যেয়ে
অপরকে করেছে পর মনে ক্ষতি কোন লাভে??


ও'মাতুব্বর বলো অমন করে কি লাভ করেছো?
শেষ এখন সময়! বলো কি নিয়ে যাবে কবরে?
এখনও নামাজ কায়েম কর না' নাম যে মুসলিম!
মারফতি;দেহতপ্ত; জারি;শারী; ফক-রামিগিরী'


বানভাসী! দুষ্টমনের যত প্রকার আছে শয়তানী!
কোনটাই করা তোমার হতে দাও নাই ফাঁকী।
ঐ"গুলি কোনই কাজ নহে! যা করেছো সবই
তোমার নাস্তিক মনে ছল-চাতুরীর মাকাল ফল'


বলে রুপ কথারই গল্পের মতই জ্ঞান হীন শূন‍্য
জীবনের অক্ষর জ্ঞান নিবোর্ধের আঁমড়া কাঁঠের
ঢেঁকির ঐ' যে চলে দশ-জনা-তেরই এক'জনায়!
দেখলে লোকে ভয়ে তোমাকে সালাম যে দেয়;


নাও সেই ছামাল তুমি কোন মনে! পিছন ফিরে
দেখ চেয়ে শালা বলে গালী ছোড়ে তোমায় যে!
বদা-ভ‍্যাসের রোষানলের বদ-স্বভাবের কু'কারণে।।
ও'মাতুব্বর শেষ বয়সে আর কি? বদস্বভাবটি' ছাড়;


নামাজ কায়েম কর! শিক্ষার কোনই বয়স নাইরে;
পণ কর মোরা এখন হতে দেবে না ফাঁকী!
আর এই সময় হতেই। ওহে মাতুব্বর! শোনরে..
অন‍্যায় সব ছাড়! ভাল পথে চল! ভালোই রইবে।
===×××===
===×××===
বাণী: মাতুব্বর মনে আমরা চলে থাকি অনেকেই। প্রকৃত পক্ষে আসলে ঐ লোক গুলি মাতুব্বরী জ্ঞানালোয় জানে না।।