অতীথি অপূর্ব সুমন আনন্দ-ঘন পরিবেশ
আসলে বাড়িতে খুঁশি লাগে কত আপন।
সেই মন হয় উৎফুল্লের অতি সমাদরত্ব
কেমন করে করিবো সমাদর হতে তৃপ্তি।


কতকথা; কতগল্প; কতহাসি; সুখমন;
কেহ রসিক বেশ; কেহ হাসির রাজা!
হয় না তুলনা একে অপর সকল জ'না
একে অপর বলে মন খুলে কথামালা।


অতিথী অ্যাপ্যায়ন সমর্মির্তা অনন্যতা
সমসাময়িক নেই কোনই জাত বিচার'
অপূর্ব মননে সকলেই হয় একে অপর
আপন জনার তরে মত বিনিময় সেরা।


সবে মাত্রই সাঁজ নতুন ঘর ঢাকা শহর
ফ্লাট বাড়িতে হয় তেমন বসবাস সেই।
নতুন ঘরে নতুন নতুন মেহমান সরব
কোলাহল বেশ অতীথি স্নিগ্ধ পোশাক!


শোভাতে আলোড়ন; বেশ সভ্যতার
ধর্মীয় বিধানেও রয় চমৎকার পর্বে।
মেহমান অ্যাপ্যায়নে ছওয়াব রহিতে
সুন্দর বিনোদন উভয়কেই অমরত্ব।


আমরা মানুষ; মানুষেরই জন্যে সবই
চেতনা ভরা এক উষা প্রেরণা উৎসব
মেহমান এলে যে ঘর হয় আনন্দময়
এসেছে শ্যালক-লাবণ্যময়ী সুশ্রী সভ্য!


শ্যালক স্ত্রী সাথে প্রিয় ভাইড়া সুসন্তান
নামটি শান্তনু। অনেক প্রিয় শশুড় মশাই।
ডাকি ঐ'সেই নামটি ধরেই ভাল লাগে
যেমন ছেলেটি; তেমন নামটি বেশ রয়।


ডাকে খালু বলে; একমাত্র ছোট খালু!
হয় কি তুলনা প্রিয় কণ্ঠে ডাক শোভায়।
বাংলার ঘরে ঘরে হয় যেন আনন্দ ঘন
মেহমানদারীতা পূর্ণ সভ্যতা হৃদয় তৃপ্ত।
×××××××××××××××××××××××××××
বাণী : কোন ঘরে মেহমানের আগমন মানে, আল্লাহর নিদর্শন অনুভব করা। মেহমান যেন সেই মনেই অতীথিদের বাড়িতে প্রবেশ করা। একে অপরকে বুঝতে হবে। সেই না হতে পারবে মেহমান। অন্যথায় কোন অপ্রিয় বেড়ানো বা যাতায়াত জুলুম আবদারে কোন অবস্থাতেই উক্ত মেহমান গমন-বর্হি-গমন শুধুই মাত্র। তাতে কোনই ছওয়াব হবে না। বরং হিতে বিপরীত হয়ে থাকতে পারে। যা বর্জন করেই অতীথি বাড়িতে আনা-গোনা বাঞ্চনীয়।