এই তো আজিকের আকাশটি
দিন, সপ্তাহ, মাস, বছর ও যুগ
অবিরত বহমান চলবে রইবে
রয়েছে থাকবে ধীরতায় ভিত্তিতে
আজিকের বিজয়ের বিভোরতায়
রয় যে একান্তই রপ্ত দপ্ত দ্বন্দে
বাহু বল দাম্ভে কতশত দম্ভে
কত শত মা বোন ভাইয়ের
রক্ত বিনিময়ের পুঙ্গপ্ততার
করুন কষ্টের আহাজারিতে
বাংলার আকাশে বাতাসে
ধ্বণিত হয়ে রয়েছে বিজয়
বিজারিত মহা মাল্য সুশোভায়
শোভিত করে পরাধীনতা নয়!
নয় আর শোষণ নিপীড়ন নির্যাতন
সেই অরাজকতার বেশ নয়;
নয় শোষণ; সেই বর্হি:শত্রুতা
হতে দেশ রক্ষায় ঐ যে ছিলেন
মহান ব্যক্তি ঐশ্য বাণীয় অমৃত
ধ্বনির স্নিগ্ধতার এক উজ্জল নক্ষত্র;
বাংলার ভিত্তি রচনায় মূল হিতোকর
একবাক্যে বলতে হয় না কোনই দ্বিধা
এমন কি থাকতে পারে না কোন বাঙ্গালী
জাতিতে দ্বন্দের দ্বিমত পোষণের দম্ভতা।


কে সেই মহা বীর, মহা-নায়ক, মহান নেতা,
এই বাংলার হলেন তিনি আমাদেরই বাংলার
অমৃত স্নিগ্ধ হাস্য অম্লান কৃতি সন্তান বঙ্গ বন্ধু
শেখ মুজিবুর রহমান; জাতির গর্ব মহান ব্যক্তিত্বের;
বিশিষ্ট্য রাজনৈতিকের অমৃত সুধার স্বাদ তপ্ত কর
মন-অন্তর-প্রাণ মাঝে এই বাংলার স্বাধীনতা অর্জনে
যারা জীবন ও উজ্জত বাঁজি রেখে দিয়ে গেছেন
আজিকের লাল সবুজের পতাকা এই বিজয়ের মাস!
মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর'২০২০ইং।।
(রোজ : বুধবার, বাংলা : ১ পৌষ, ১৪২৬-২৭ বঙ্গাব্দ;
১৪৪১-৪২ হিজরি আরবি)।


এই দিনে স্মরণ করি ১৯৭১ ইং সনের সেই রক্তে ভেঁজা
স্মৃতি বিজরিত শহীদের আত্নত্যাগের বিনিময়ের
অর্জিত আগামী দিনের ১৬ই ডিসেম্বর বাংলার ছোট বড়
সকল মানুষের বিজয় উদযাপনের অর্জনের অমৃত বাণীর
স্মরণীয় সুধার সুশোভায়িত স্বাদের ইতিহাসের কথা;
তবেই তো স্বার্থকতা লাভে রইবো আমরা বাঙ্গালী একতা।।
===×××===
===×××===
বাণী : বাংলার মানুষের মহান বিজয়ের মাস ডিসেম্বর মাস! ১৬ই ডিসেম্বর উৎফুল্লিত সেই মহান বিজয় উদযাপিত বাংলার আপামোর সকল জন-সাধারণের আনন্দ দিবস। এই স্মরণীয় বিজয়কে বিজরিত করতে থাকতে হবে বাংলার সকল পর্যায়ের মানুষের অংশ গ্রহণ ও তপ্ত করতে হবে আপন প্রাণের মন খানাতে এই দেশের অর্জিত বিজয়কে রক্ষা একাত্বতা     দল মত নির্বিশেষে সকল আপামোর জনতায়! তবেই তো স্বার্থকতা লাভে হইবো থাকবো আমরা সকলেই এক ও অভিন্ন এই বাংলার।।