এই করোনা কালে মন যে আমায় বলে!
কেমন করে বাঁচবো আমরা এই দুনিয়াতে?
হে বিধাতা রক্ষা করো তোমার সৃষ্টি মানুষকে'
তুমিই একমাত্র ভরসা রক্ষা কবজ মহা'ঔষধ।


অপর মনে বলে মানুষ হয়ে গেছে নেশা চোর
হারায়ে ফেলেছে শিষ্ঠাচারের শরমের লাজ!
বেহায়া গেছে হয়ে সামাল দেওয়া বড়ই দায়
আসল পথে না হেঁটে সরল পথ হারায়ে ঐ'মনে।


কিসের নেশায় কেমন করে চলছে তারা ঐ'মনে
কি যে ভ্রান্তের ভ্রুণের অবচেতনার তরে রয়ে!
ঐ'সকল মানুষেরা বদাভ‍্যাসের চরম অপ্রীয়তা
মননের চৈতন‍্য দায়ের বিভিষীকার মানব মন।


দীপ্ত মানের অপলক নয়নে দেখতে আমার মন
বলে, আসলে মানুষ নামে আমরা বড়ই অসভ‍্য!
লোক সমাজে কোন মতে সভ‍্যতা দেখাতে রই'
আসলে প্রকৃত মানতে চাই না কোনই শাসন।


সেই হিসেব কষলেই জ্ঞানের চরম উপলব্দিতে
উপযোগের বিবেকের তারনাতে মনে হয় সেই
"মন যে আমায় বলে" মানুষ বিবেকবান না হলে
হয়তো এই করোনা উপসর্গ প্রার্দূভাব প্রকোপ বলে'


দিতে একপাঁয়ে দাঁড়ায়ে রয়েছে একান্তই রুগ্নতায়
মানব মনের অশুভ চেতনার লক্ষ ভেদে ধ্বংসের
স্তূপের আগমনের বিশাল তিরস্কার মানব চেতনা
মরণ ফাঁদের সূচনা হতে পারে অসাবধানতাতে।


ওহে মানুষ সকলে শোন না বিবেকের উদীত
মনে হও সর্তক! হও সাবধান! এখনও সময়
আছে' মেনে চলো স্বাস্থ‍্যবিধি! নিজসহ রক্ষার্থে
রওনা জীবন! একে অপরের প্রাণের মহব্বতের টানে।।


তা না হলে আজ তোমার অনিয়মের চাল চলনে
নেমে আসবে আমাদের জীবনে করোনার প্রাদূভাব'
মানুষ হয়ে' হয়ো না জানোয়ারের মনোভাবের মত
অসভ‍্যতার পরিচয়ের শরীরের জৌলুষ দেখানো;


ঐ'সেই অযোগ‍্য অশিক্ষা অকর্মন‍্য গোঁড়ামী মন
আমড়া কাঠের ঢেঁকির ভেন্না গাছের ডালের খুঁটি
যা যায় না ব‍্যবহার করা! ভিত্তি হীন অপমানের
পেলাতে জীবন নামক কলংঙ্কের আম-সত্ত সত্তা।


এ তো করোনা মহামারী নয়! মহা পাপের ফল!
বিধাতার বিধানের নিয়ম না মেনে চলার বিষের
গ্রাসী ভাইরাসের বিষক্রিয়ার চরম ভয়ানক মরণ
ঘাতক ব‍্যাধীর মহা ভয়াবহ ভয়ানক বেহুশ চিত্ত।


তাই তো বলে রাখতে চাই শোন বন্ধু সকলেই
কোন হিংসা নয়! কোন অহংকার নয়! কোন
জাতি ভেদাভেদ নয়! কোন অবৈধ ক্ষমতা নয়!
কোন বর্ণভেদাভেদ নয়! সকলে হও প্রকৃত মানুষ


' কোন মানুষ হত‍্যার ফাঁদ নয়! কোন ভয়ানক
মরণ পারমানবিক অস্ত্রের যুদ্ধ জাহাজ-বিমান নয়!
সমর সাঁজোয়া যুদ্ধযান নয়! কোন ক্ষেপনাস্ত্র নয়!
কোন ধ্বংসের ও হিনিস্ত্রতা নয়!


যদি মানুষেরা  ঐ সমস্ত ছেড়ে সহজ পথে না
আসতে পারে তাহলে আমার মন বলছে বিধাতা
ছাড়বে না আমাদেরকে এই দুনিয়াতে তাই হতেই
হবে সংশোধন! তা না হলে বর্তমানে যে সমস্ত;


মানুষ নামে অসর্তক মহা পাপের অপরাধী মানুষ আমরা
বেঁচে রয়েছি; এই করোনা মহামারী ধাক্কাতে চলে যেতে
হবে না ফিরার দেশেতে! বিধাতা তাই চোখে আঙ্গুল দিয়ে
একটু একটু করে দেখায়ে দিচ্ছেন' বুঝেছি কি ঐ' সেই মনে?


ওহে মানুষ রুপধারনের অবিবেচকেরা করছি কি?
এখনও সময় রয়েছে হলে মন থেকে সংশোধন!
তবেই তো বিধাতা চাইলে মানবের প্রাণরক্ষার্থে
করোনা শুত্রুদল যতই হউক না ভারী যাবে চলে
এ'ধরা হতে ছেড়ে হাত-পা গুঁটিয়ে পালায়ে।


এসো না ভাই-বোন মানব জাতি সকলেই নিয়ম
কানুন মেনে চলি! এই সমাজে থাকি যের চির
সত‍্যের অবলীলাতে চমৎকার নয়নের অপূর্ব
শুভ সূচনাতে ধ্বংস স্তূপ না দেখা পদচারণের।


এর ব‍্যায়িত ঘটালে সকল বদমাহিশ যাবে চলে
এই দুনিয়া হতে। শুধুই বিধাতা রাখবেন একনিষ্ঠ
একশ্রেণীর সত‍্যনিষ্ঠা ভাল মানুষ গুলিদের কেই!
সেই হিসেব মতে "মন যে আমার বলে" শেষে ঐ'


চেতনায় ভরে এই দেশের রাজ‍্যের রাজা আমি
হবো বলে বিধাতা তাই বিবেচনাতে রেখেছেন!
অনেক পরীক্ষাতে ফলাফল গুলি হিসেবের
তালিকা পাবলিক সম্মুখের নোটিশ বোডে।
===×××===
===×××===
বাণী: মন যে আমায় বলে কথাটির অর্থবহতা অনেক মূল‍্যবান। করৌনা মহামারী কাল চলছে। অপর দিকে মানুষের নৈতিকতা পরিচয় বহনে যে সকল ত্রুটি সমূহ রয়েছে সেই সকল ক্ষতিকর উপসর্গ মানব মনে দেখা দিক না কেন! সব সময় মানুষকে সভ‍্যতা পেতে হবে। এর ব‍্যয়িত ঘটালে জীবন নামক কলংঙ্কের দেখা দেয়। যা অবশ‍্যই রোধ করা কষ্টসাধ‍্য ব‍্যাপার।।