আমি মানুষ! আমি মনুষ্য!
আমি ভাল! আমি পাপি!
আমি মন্দ! আমি খারাপ!
আমি পছন্দ করি!
আমি পছন্দ করি না!
আমি ঘৃণীত! আমি অপমানিত!
আমি চরম ভাবে অপদস্ত!
আমি লজ্জিত! আমি লজ্জা পাই!
আমি ভাল মানুষ! হতে চাই ভাল'
আমি জ্ঞানী!
আমি কি ভাবে রক্ষা করি?
মনেরই সকল সমস্যা!
মনেরই সকল পবিত্রতা!
মনই মানবকে উন্নত-উচ্চ শিখরে
দেয় যে পৌচ্ছিয়ে চেতনায় ভরে।
এই মনই দেয় অবচেতন করে ধ্বংস
নামক সর্বনাশায় ভরে মানব জীবনকে।
সঠিক কথা বুঝতেই চাই না;
ভাল কথা বলতেই হয়ে পড়ি বে-সামাল!
শুধুই আসে আবদার' ঐ মনে'
দাও না দাও! শুনতে চায় না ঐ মনে কথা!
নাই শোনার সময় ওরে মন'
কোনটি সঠিক, যে বলে সেই'টি?
ওহে মন কেন এতো বল কথা?
কোন মনতে হতে চাও অমন?
নিজ মনকেই করতে অচেনা।
ওহে মন স্মরণ কর সেই সৃষ্টি কর্তাকে!
সৃষ্টি করেছেন যিনি মানুষ নামক মনকে।
এই মন করবে না কখন অপ্রিয় মনের গতিতে'
মানব জীবনের সুন্দর রুপগুণের অপবিত্রতা।
কখনও জন্ম নিবে না মানবেরই দেহেতে করে
বসবাস, মানবকেই করতে ক্ষতি। সমস্ত রাগ,
মান-অপমান, দোষারোপ, লজ্জা কর, ক্ষোভ,
তিক্ততা, হ্যায় প্রতিপন্নতা, ক্লেশ, দুষ্ট মনের
চাওয়া-পাওয়ার, এমনই আরো কতশত হিংসা
নামক বাক্যালাপ হতে রক্ষা কর মানবকে। কর
"মন পবিত্র" জীবন নামক দেহ ও শরীরের মন হতে।
তবেই তো 'মন' তুমি পাবে সুখ ও শান্তি।
রক্ষা পাবে বিধাতায় 'মন নামক পবিত্রতাতে।
===×××===
===×××===
বাণী : এসো ভাই-বোন সকলে হই আমরা মানব জাতি! সকলের তরে করি পবিত্র কাজ; সুন্দর মনেরই চেতনাতে। তবেই তো হতে পারবো আমরা প্রকৃত স্বার্থক জনম জন্ম বলে কথা রবে মানব মানবেরই মাঝে। যদি এই চাওয়াতে না করতে পারি মনকে পবিত্র, তাহলে কোনই লাভ হবে না এই জগৎ সংসারে মানব নামক উপাধীত "মন পবিত্র" মানব জীবনের।