ও মনি অমন কেন করিস!
না জেনে না বুঝে।
কেন করিস অমনে
তোর দেখা হবে কবে?


আমারই না শনে!
কর্ম করবে ভালো;
জানলে ভাল করে'
সেই কর্মেই দেখা মিলবে!


যেমন ফল লাভবানে।
উভয়েই  ধন‍্যতা পাবে
দেখবে কি যে ভালো লাগে!
ও'মনি অমনে কেন করিস?


একবার বলো না  আমারে।
একবার বললে মনে রাখতেই কষ্ট'
দুইবারে বে-সামাল!
বলো তো এবার কি করি?


ও মন ভুলা! ভুলা নাথ!
এমন করে মন ভুলা হলে;
চলবে কেমনে দেখ না সবাই
কেমন করে করছে তেরে-মেরে!


অমন করে চলতে কি মন চায় না?
মন ভুলা মনি বলো তো কি করি?
তোমার নিয়ে চিন্তা আমার কবে হবে
তুমি ভুলা নাথ? দেখবে তুমিই সেরা
হবে, তবেই বুঝবে তুমি যে তোমার।।
===×××===
===×××===
বাণী: এই দুনিয়াতে অনেক লোক আছে মন ভুলা মনি হয়ে বসবাস করে আসছে। ঐ সকল লোকগুলি আসলে বোকা নয়। তারা একশ্রেণীর অলস প্রকৃতির লোক। তারা নিজের বলতে কিছুই মনে করে না। পরেরটা তাদের মনে করে আপন মনে পর ভুলা মনি হয়েই সমাজে সব সময় বাস করে থাকে। এই সকল লোক গুলি হতে সর্তক থাকাই ভালো।