মন বলতে হয় এমনই এক অপলক
চায় যে অনেক অজানাতেও হতে প্রাপ্তি
রং মেলাতে চায় যা না পাবার সেই চাওয়ায়
হায়রে মন নাই কি তোমার কোনই গতি!!!


যদি প্রাপ্তিতেই না চাইতে পারে মন
তবে কেন চাও ও মন এমন করে অপ্রাপ্তিতে
তাই তো বিল মনের রং থাকে কি যে করতে;
প্রকৃত পক্ষে জোর থাকে না সেই মনেরই চাওয়াতে।


হায়রে আমরা মানুষ এই মন তো মানুষেরই এক
নির্বাকার হতাশ করা অপ্রাপ্তির বেদনায় মনের
চাওয়াতে আনবে শুধুই বেদনার রেষ মাত্র
কোন েকান ক্ষেত্র একই মন নিজ মনকে;


করে থাকে প্রশ্ন বিদ্ধ কেন করেল ঐ কাজটি?
যার জন্যে আজের এই অবন্থার হতে হল স্বীকার!
হতে চাইলাম প্রকৃত মানুষ সৃষ্টির সর্ব শ্রেষ্ঠ মানুষ
আশরাফুল মাখলুকাৎ; হতে এহকাল ও পরকালের
হিসাবে থাকবে জীবন এক অনন্যতায় ভরে মন ও প্রাণ।।


হায়রে মন তোর হয় যদি এমনই রং
তবে কেন সেই রং এ ঐ রং প্রাপ্তিতে
গড়ে তোল না তোমাতেই পেতে চাওয়ার
অভাব পূরণের সেই অর্জিত অর্জনেন জ্ঞান
যা করে দিবে মানুষের এক অন্য রকমের
জীবন যাপনের সুগমন যাত্রা।।


তাই তো বলি মনের রঙ্গে সব সময়ই
মানুষ হিসাবে না রাঙ্গায়ে ঐ রঙ্গের চাওয়াতে
কষ্টার্জিত সাধনাতে হলেই রঙ্গিন তবেই হবে
মনের রঙ্গের এক অনন্য চাওয়া স্বাদ পূরণ
তাই তাে বলি থাকে না জোর অন্য মনের।।


===×××===
===×××===
বাণী :  যে কোন চাওয়াতে শুধুই মনের জোর থাকলেই চলবে না প্রয়োজন ঐ জোর পূরণ করতে সাধনা তারপর সাধন ভোঁজন।