ছোট প্রাণ ছোট কথা
ছোট ছোট দুঃখ কথা
মনে যে ভারী অসহায় লাগে
কেন যেন মনে পড়ে।।


আজিকের তরে হবে না আর
ছোট প্রাণের কথা
ছোট ছোট দুঃখ দূ-র্দশার হতাশার বচনী
হবে শুধু বড়সড় প্রাণের কথা!!


কোথায় যেন দেখেছি সেই
বড়সড় প্রাণ যেখানে আছে
শুধুই নামে ডাকে এক
হতে সেই যে এক বড় মহাজন।।


কোথায় যেন এক সময় হারায়ে
নিজেকে নিয়ে যায় যে চলে
ফিরে দেখা না পাওয়ার বেড়া জ্বালে
এ কি সেই ছোট প্রাণের কথা?
না কি ছোট ছোট দূঃখ কথা?
মানুষের জন‍্যে তবে কেন
এতোটাই হতে হয় অন‍্য রকমের এক!!


তাই তো বলি এসো আমরা
করি পণ ভাংবো যে অস‍্ত‍্যের ও অন‍্যায়ের বেড়া জ্বাল
ছোট ছোট ও বড় বড় দূঃখ
বিনয়ের বাক‍্যালাপ জানবো জীবন গড়ার।।


ছোট মন কোথায় যেন যেতে চায়
প্রাণ কোথায় যেন ছুটে যেতে
হয় যে উতালা অন‍্য রকমের
বিনোদনের বিভোরা ছন্দময়তায়
পেতে চায় মন ও প্রাণ।।


ইচ্ছা থাকে তবে সাধ‍্য না সম্ভাবে
সেই ছোট প্রাণ দেয় না সাই
নিতান্ততায় একা মনে
ইচ্ছা জাগে কিন্তু সাধ‍্য সাধনে
হয় না পূরণ নিতান্ততায়।।


বাণী: সময়ের কথা সময়েই বলা বুদ্ধিমাণের  পরিচয়।।