সাহসিকতা এক অন্য রকম শক্তি
মানুষ মন অনুশাসন অনুগামীতায়।
কোন কাজ একবার না পারাতেই
নয় তো কোন পিছু হঠাও এ'ধরায়।


মনের মাঝে রাখতে শক্তি সঞ্চয়ে
বিধাতার দয়া প্রাপ্তিতে চাওয়াতেই'
এমন করে চাইবে; প্রাপ্তি আগমন
আপন হৃদয় মাঝে দিবে দেখা বল।


অসহায়ত্ব মন পায় না কখনই শক্তি
সেই মন আনবে না জীবন নামকটি।
অনাবিল প্রাণ শান্তনা শক্তি অনুপম
স্রোত ধারায় এগিয়ে হৃদয় মর্মভেদ।


অসাধারণ প্রেরণা শক্তির আঁধারেই
আলোর দেখা পাবে ওরাই মানুষরা।
সহজ সরল পথ প্রদর্শক হয় তারাই
এমন মন বলই শক্তি রয় অমূল্যের।
××××××××××××××××××××××××


বাণী: মানুষের জীবন গড়ার সাথে দরকার হয় অনুশাসন বিধাতার বিধানের জ্ঞান অর্জন। আর সেই জ্ঞান অর্জনে প্রয়োজন হয় কঠোর মন বল ও মন শক্তির স্থিরতার পরিচয়। আর সেই পরিচয়েই এক সময় দেখা মিলবে অসাধারণ মানুষ গড়ে উঠার সমাজ বিজ্ঞজন মানুষ। আর সেই মানুষ গুলিই সমাজের বিশিষ্ট্য গুণিজন উদাহরণ।