সেই যে ছোট্ট বেলা হতেই
দেখে-শুনে ও জেনে এসেছি
এই জগতের মানুষ আমরা
কত কথাই বলি ও বলে থাকি।।


আচার-আচরণে কতটাই
বে-সামালেতে হতে চায় না মিল-তাল
একে অপরের সাথে এই ভাবেই বে-তালেই চলে আসছি..
এ কেমন কথা, বলা কি যায় কাউকে'ই যা সকলেই জানি?


তাই তো মনটি আমায়....
সব সময়ই থাকে বেজাই ভারী!
বিচলিতের তরে জানতে চাহে ঐ'মনে
মানুষ-মানুষে কেন ঐ'রকমের করে চলে আসছে?


ব‍্যাকূল মন আমায় তারা করে খুঁজিতে চাহে
কি করে মনকে বলে থামানো কি যায় বল না রে?
কোনও কালের জন‍্যেও নহে', মানুষ মানুষের এ কেমন কর্ম?
মনটি যে আমায় বলে করিও না ক্ষতি কাউকেই!!


করলে ক্ষতি! জীবন যে তোমার অন্ধকার হইবে'
ভেবে কি দেখেছো কখনও ঐ'মনটিতে;
জীবন তো একটিই কেন এতো অহং?
এ'ভব তরে, কি মনে কোন অপরাধী মন-স্বীকারে?


সেই লব্দ জ্ঞানের চিরা-চারিতের ভব'তায়
কেমন যেন ভাবতেই মন'টি বিচলিত লাগে!
আমরা মানুষরা পাই না কেন ঐ'মনের
চাওয়া ও পাওয়ার অনন‍্যতায় ভরে চলা।।


অপূর্ব প্রেরণাতে রচিত হয় অনলের শ্রম
কঠোর মনো বলের সঠিক বোধদ্বয়ের ঐ'
সেই আশাতুত মানুষের উদ্ভাসিত মনের
চাওয়া-পাওয়াতে 'মনটি আমায়' রইবে'ই;


পুলকিত আলোক ময়ের সকল মানবের
কল‍্যাণে। এসো ওহে মানব-জাতি সকলেই চলি
এক সাথে সঠিক পথের সন্ধানে একটিই তো জীবন!
আমাদের প্রকৃত কৃত-কর্মেই হই যেন আমরা স্বীকৃত।
তা না হলে মন'টি আমায় দু'চোখের জলে ভাসায়'
পাঠা-বলির  'মনটি আমায়' তাই তো ব‍্যাকুলতায়।।


===×××===
===×××===
বাণী: মানুষের মনোবলই হল বড় শক্তির ভাল-মন্দের উৎসাহ! সকল সফলতার পিছনে চির সত‍্য একটি মন কাজ করে থাকে। যে শক্তির চেতনাতে মানুষের মন জাগ্রত করে সচল বানায়ে জীবন বোধে তুষ্ট করে একটি সফল ও স্বচ্চ জীবন গড়ে তুলে সমাজকে সুন্দর মানবিক গুণাবলির মানুষ উপহার দিয়ে থাকে। এই সমাজেরই মানুষ হতে।।