মানুষ নাকি বিবেকবান
মা-বাবা সত্য বলে
ভাই-বোন সত্য বলে
কাকা-কাকী সত্য বলে
দাদা-দাদী সত্য বলে
মামা-মামী সত্য বলে
ছেলে-মেয়ে সত্য বলে
ফুফা-ফুফু সত্য বলে
খালা-খালু সত্য বলে
নানা-নানী সত্য বলে
স্বামী-স্ত্রী সত্য বলে
শশুর-শাশুরী সত্য বলে
শালা-শালী, শুমুন্দি-বউ
জ্যাটুস-ভাইড়া সহ আত্নীয়
প্রতিবেশী সকলেই সত্য বলে।।


সকলেই যেখানে সত্য বলে!
সত্য যেখানে সত্যেরই জয় জয়কার;
তবে কেন মিথ্যা অহংকারে হয়ে মানুষ
হচ্ছে মানুষ হয়ে মানুষের জীবনের হুমকার?
হায়রে মানুষ রঙ্গিন মানুষ রং ফুরালেই ঠুস!
তবে কেনই বা করিয়া আসছি সত্য ছাড়িয়া
মিথ্যা রঙ্গের রাঁজ কাহনে সীতায় মন ভরপুর!!!


ত্রিশটি বৎসর কর্মজীবনে সব সময়ই রয়েছি
মানুষের মাঝে কর্মরত মানুষেরাই হল সঙ্গী-সাথী
পরিবার-পরিজন, আত্নীয়-স্বজন, প্রতিবেশী কম-বেশী
চিনি-জানি সকলকেই; এই ভাল তো এই মন্দ;
কয় কত কথা; বলে হরেক রকমের; নিজের অজান্তেরই
বলা কথায় হলে ভুল' পরোক্ষণেই বলে মিথ্যা যে সে!
এমন কথা কেন বলি? সত্য ছেড়ে মিথ্যা বলি! হবে না
তো জেল-জরিমানা ও ফাঁসী!
ফাঁসী হওয়ার মত কাজ কেন করি?


তাই তো বলি মানুষ স্বভাবতই মিথ্যুক ও মিথ্যাচার
একটি শিশু তার পরিবার, প্রতিবেশী ও সমাজ হতেই
পেয়ে বড় হয়ে থাকে; তাই সমাজই দায়ী ঐ অপরাধ
তৈরীতে। তাই আমার বলা আমি বলি বিবেক তৈরী করি
মন্যুষ্যত্বের, হই বিবেকবান, নয়তো হবে না কোন সমাধান।
বিচার্যে দেখিতে পাই; সকলেই যেখানে সত্য সত্যই বলে
তবে কেন এতো দূনীতি, চুরি, খুন-খারাপি, রাহাজানি,
মিথ্যা ও ছলনাময়ী প্রেমের আহাজারী, ফলে ফর্মালিন?
আমি জানি মানুষ যদি নিজ হতে না হয় সত্য!
নিজকে যদি না করে তৈরী সত্য বলায় ও কাজে-কর্মে!
যদি বিবেকের পুলিশ তৈরী না করে! তাহলে যতই ঐ মানুষ
হোক না আনসার, পুলিশ, আর্মি, নৌ-সৈনিক, বিমান-সেনা,
হোক না গোয়েন্দা পেশার, শিক্ষক, বিবিএস ক্যাডার, রাষ্ট্র নায়ক!
সবই হল ধোঁকার।। লোভ সামান্য সামলাতেই মিথ্যার ঝুড়ি ভরতে
বেজায় ভারী! মিথ্যা ছাড়া হয় না যে সকল মানুষের বিলাস-বহল
জীবন-যাপন! হয় না বিলাসিতা! এই মিথ্যা নিয়ে কোর্ট-কাচারী;
চলে মাসের পর মাস ন্যায় বিচার পেতে হন্নে হয়ে ছুঁটতে হয় মাস,
বছর, যুগকারবারী।। হে আল্লাহ তোমারই সৃষ্টি সেরা জীব; আশরাফুল
মাখলুকাৎ কে দাও না বিবেক! দাও না সুবুদ্ধি! দাও না সুবিবেক তৈরীতে
জ্ঞান! রক্ষা কর এই সর্বসেরা জীব মানুষদেরকে। তা না হলে এই মানুষ
হতেই অপর মানুষ হচ্ছে যে ক্ষতি গ্রহস্ত!! অনেক তোমার প্রিয় বান্দা ভুগছে
তাদের রোষানলে। কষ্টে-দুঃখে অনাবিচারে মরছে ধুখে ধুখে।।
সেই সমস্ত মিথ্যাচার শয়তানকে যদি রক্ষা না কর বিবেকের বুদ্ধি দিয়ে;
তবে দাও শেষ জামানাতে দাও না মন্যুষ্যত্বের সিসিটিভি সেট করে।
যাতে রেকর্ড থাকে সেই বিবেকে কাল কি বলেছিল? কি করেছিল?
সেই রেকর্ড নিজেই শুনে হয় যেন সংশোধন; তা না হলে দেখতে পাচ্ছি'
তোমার সৃষ্টি'র সেরা মানব হবে নিকৃষ্টতেরই সেরা পশুরই মতন।।
হে আল্লাহ দাও না সত্য ও কর্তব্য নিষ্ঠা রক্ষায় মন্যুষ্যত্বের সিসিটিভি।।
===×××===
===×××===
বাণী : মানুষ মাত্রেই ভুল থাকাটাই স্বাভাবিক! তবে সমাজ কি করলো! পরিবার কি করলো! বংশ বলে কথা কি হবে! সেটা নহে বড় কথা! বড় কথা হইল; বিবেক বুদ্ধি জ্ঞান খাঁটিয়ে' সুবিবেচক হওয়ার চেষ্টায় ব্রত:হয়ে জীবনে সফলতা অর্জনের মাধ্যমে নিজের কল্যাণসহ অপর মানুষের কল্যাণে নিবেদিত হইবার প্রকৃত নামই হইল মানব জীবনের সততার অহংকার ও প্রকৃত সত্য-নিষ্ঠার সফলতা অর্জনের মন্যুষ্যত্ব বিবেকের সিসিটিভি।।