এই কথাটিই ছিল না জানা!
জানায় অজানাতেই বয়ে চলায়
লেখা-লেখির অনেক ছলনায়
জল্পনার ভাবনাতে হয় লেখা।


সেই প্রেরণাতেই আজিকের এই
কবিতা লেখা! যে কবিতার ঐ
যে সেই বইটিতে অনেক কথা
মালার স্মৃতি,অনুস্বাক্ষর, মান


অভিমান, দীপ্তমানের জ্ঞানের
উদ্ভাসিত মনের অগ্রসরতার
প্রতিফলন! সেই প্রতি ফলনই
মানব কল্যাণের জীবনমুখীর


প্রেম বিরহের দ্রোহের বিদ্রোহীর
দেশাত্মবোধকের রুপকের ছড়ার
বিবিধ ধর্মীয় প্রকৃতির অপরুপের
শোভায় শোভিতের চয়নে রচিত


করেন অবলীলার উদ্ভাসিতের
তরে সকল ঐ যে জন হতে
চাহে জ্ঞান পিপাসীতের লিপ্স
শিক্ষিত গুণিজন' সেই চরণে


রচিত কবিতা সাহিত্য রম্যরচনা
ছোট গল্প কাল্পনিক ভূতের গল্প
বিভিন্ন বিমোদন মূলক রটনা-ঘটনা
ঘটে যাওয়া সমসাময়িক স্পর্শতা।


সেই যে মন ঐ মনে রয়ে আজ
হল আমার একটা অধ্যায়ের মন
বাসনার অনেক দিনের ইচ্ছার প্রতি
ফলনের স্বপ্ন স্বাধ পূরণে রয়ে মন


বিয়াল্লিশটি কবিতা সম্বলিত কবিতার
একটি বই প্রকাশের মাধ্যমে লেখক
হিসেবে আত্ন:প্রকাশ করতে পেরে
নিজের এই নৎসাত পৃথিবীর বুকে


নামে মাত্র সামান্য অবদান রাখতে
আপন আত্মার ধন্যবাদ জ্ঞাপনে প্রয়াস
মাত্রে রই যেন সর্বত্রই সকল মানুষের
কল্যাণের মধ্য দিয়েই হয় যেন শেষ'


অব্দি'র আমার জীবন সায়ান্ন্যের সমাপ্তী।
এই লেখা থেকে যদি একজন মানুষ পায়
আলোর সঠিক সন্ধ্যান তবেই স্বার্থক রবে
এই মন ও লেখার প্রাণ' রইবে সকলের মনে।


আহবানে রই সকল লেখক, পাঠকের ও
শুভানুধ্যায়ীগণের এই কবিতার বই
            "অপ্রতিরোধ্য"
পড়তে ও কোন অভিলাষে লেখা সেই প্রয়াসে
জানতে ও নিতে হতে সংকল্প বিবিধের জ্ঞান।


এই "অপ্রতিরোধ্য" জীবনমুখী ও মানবতাবাদী
কবিতার বইটিতে যে সকল কবিতা রয়েছে
সেই সকল কবিতার শিরোনাম এই মর্মে উল্লেখ্যে যে;
(১) হতে চাই আমি, (২) দৃষ্টি, (৩) নিষ্ঠুর খেলা
(৪) জন্মদিন, (৫) সততা ও ন্যায় পরায়ণতাই বল
(৬) আত্মকথন, (৭) পাঞ্জাবীতে দাগ,
(৮) শৈশবের জবাণিকা (৯) পড়া-লেখা ,
(১০) প্রেমের জোয়ারে তুমি, (১১) নারী নির্যাত
(১২) প্রকৃত অসহায়কে, (১৩) সড়কে স্প্রীটব্রেকার,
(১৪) শিক্ষার্জনে টাকা লাগে না, (১৫) বৃদ্ধাশ্রম, (১৬) মা,
(১৭) নিরবে কান্না, (১৮) শিশু শিক্ষা, (১৯) ভোরের ডাক,
(২০) চব্বিশ ঘন্টার কর্ম হিসাব, (২১) মানুষের দ্বারস্থ হওয়া,
(২২) বয়স্ক শিক্ষার্থী, (২৩) কৌশরের বাহাত্তুর টাকা,
(২৪) তামাশার জীবন, (২৫) নিজেকে বড় ভাবা,
(২৬) ব্যাস বাক্য ছড়ার (২৭) কবিতা, (২৮) কর্মস্থলে
শিক্ষিত কর্মচারী, প্রত্যাশা, (২৯) একি গোপনীয়তা,
(৩০) কিশোর ছাত্র-ছাত্রী, যৌবনে ছাত্র-ছাত্রী, (৩১) কেন কষ্ট,
(৩২) ভ্রমণ বিলাসী, (৩৩) বাংলার কবিতা, অহংকারী
(৩৪) চাচা, (৩৫) সাবলিল, (৩৬) বিধাতার জানা,
(৩৭) প্রাপ্তিতে প্রতিদান, (৩৮) অনুভূতি (গীতি কবিতা),
(৩৯) আকাশে মেঘ, (৪০) বিবাহের নৈতিকতা,
(৪১) সময় বড় অসহায়,
(৪২) ক্ষণজন্মার শুভ জন্মদিন স্মৃতিতে।
এই কাব্য গ্রস্থ "অপ্রতিরোধ্য" উৎসর্গিত করা হয়েছে;
প্রিয় নানা-নানী, পিতা-মাতা, শশুর-শাশুরি ও সুপ্রিয় সহধর্মীকে।
===×××===
===×××===


বাণী: নিরলস পরিশ্রমের প্রচেষ্টা ও কঠোর অধ্যাবসায়ের বদাভ্যাসের চমৎকার ফলশ্রুতিতেই আজকের এই পর্যন্ত এসে পৌঁচ্ছানো। সেই তরে মানব জীবনের সফল প্রচেষ্টায় যে সঠিক পথের সন্ধ্যানে সৃষ্টি কর্তা সফলতা অর্জনে সহায়ক হন। আমি তা অক্ষরে অক্ষরে স্বীকার করি। সেই মনে আজিকের কাব্য গ্রন্থ "অপ্রতিরোধ্য" মোড়ক উন্মোচন। এর ব্যয়িত নহে।।