যা না কী হৃদয়ে রয়েছে;
প্রকাশ করতে কষ্ট হচ্ছে!
নাই কোন শক্তি সামর্থ যে;
বাহু  বলে শক্তিতেও ক্ষীর্ণ যে!


কত যে কষ্ট আমায় হৃদয়ে;
যত বারই কষ্ট পাই, দেয় যদি কেহ দু:খ!
হয় যদি কেহ অসহায়, সে কি কভূ বলতে পারে?
না বলা সেই প্রকাশিত আহাজারি।


আমি শুধু বলতে চাই কেন করি পালন;
সেই যে নিরবতা, কেন নিরবতা?
চুপটি করে বসে থাকো!
না বলো সত্যের পক্ষে!


না বলো মিথ্যার পক্ষে!
কি যে আছে তোমারই মাঝে?
এ যে বড় সত্যবাদিতার পরিচয় বহন করো;
তোমাতে যাই না যে কি তুমি ঈমানদার?


না তুমি অমুসলিম, ধর্মের নামে মুনাফেক?
এই যে তুমি বললে আমি সত্য—মিথ্যা কারও নহে!
তবে তুমি কিসের বলে মুখোশ পড়া?
কোন কারণে করছো লুকোচরি?


না করছো দুনিয়া কামাই, না আখেরাত?
তোমাতে নাই কোন স্বাদ;
এই করে যে নিজেকে করেছো সর্বনাশ!
এ কি শুধু তোমার লেবাস ধারী ভাল মানষি?


কথায় খুবই পটু, বদনামে সেরা অন্যের!
বসকে পটাতে উসতাদ;
হবে কি তোমার জীবনের কোন লাভ?
মুখে বলো  করো না ক্ষতি কারো?


আসলে তো তোমার—ই—প্রতি নেই তোমায় ভরসা?
নিজের সাথেই নিজে  করছো যে ছলনা!
এতো ভাল যে তুমি তবে কেন, করছো না সত্যের পূজারী?
অন্যায় ও অসত্যের দিকে মন না কেন প্রতিবাদী?


যে অপরাধী সে তোমাকে ভাল বলে,
তাকে কেন করো না সাবধান?
এ কেমন নিরবতা; এ কেমন সত্যবাদীতার পরিচয়?
আপনাকে নিয়ে যে আমি দাপ্তরিক কাজ করছি..


আড়াইটা বছরের বেশী!
আপনার কোথায় যে দূর্বলতা;
তাতে যে ক্ষমাতে নেই কমতি আমায়!
আপনি কেন ভালবাসার কর্মচারী হতে;


সত্য হতে পিছু হঠে, কেন সঠিক কাজে ন্যায়ে ব্যর্থ মুখে?
বস কে বলেন, আর পারি না যে বোঝাতে?
সেই তো আপনাকে ভাল বলে, করে উঠায় মাথায়;
আপনি তো তারই প্রশংসায় পঞ্চ—মুখ!


তবে কেন এতো টাই সংকোচ?
কি যে আপনার নিরবতা?
কি বুঝাতে চান বস কে?
সত্যের পথে অবিচল না হয়ে;


সত্য—নিষ্ঠার বালাই মাথায় না রেখে!
এ কি করছেন আপনি, শুধু ভাল মানসি’র নিরবতা?
আপনাকে যে ভরসা করা যায় না?
করতে পারে না কোন সত্যবাদী উপরোস্ত কর্মকর্তা।


আপনার মধ্যে তো নেই তেমন কোন মন্যুষত্ত্ব!
কি যে মানুষ আপনি কর্মকর্তা?
পাশে রেখে করছি যে কাজ,
শেখাচ্ছি যে করতে হয় কিভাবে লিডারশীপ?


আমি কাকে দিচ্ছি প্রশিক্ষণ?
সে যে শুধু পালন করতে চায় নিরবতা!
যার নাই কোন রং ও স্বাদ;
সে কি দায়িত্ব নিলে নিরবতায় রক্ষা পাবে সেই..


আপনি তো শুধু অধম নয়;
আসলেই এক ভয়ংকর বিষধর বিচ্ছু।
কি যে আপনার নিরবতা?
জানা ছিল না,


আজ যে জানছি আপিনই;
জান্তা এক গুপ্তচর শিয়ান!
একি নিরবতা আপনার?
যা না বলা।


     ===***===


বাণী : না বলা!! না সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে কোন টাই নহে; এ যে বড় কঠিন মানুষ, অবশেষে জানা যায় মিথ্যার পক্ষেরই একজন গুপ্তচর মুনাফেক।।