নানা জান আমার ডাকতেন
স্নেহ মায়া মমতা মাখা আদরে
বলতেন নানা ভাই ডাকে সূধার
অপূর্ব সেই স্মৃতির চরণে রয়ে!!


নানা ভাই আমার যেখানেই যেতেন
হাটে মাঠে ঘাটে দোকান পাঠের ঐ'
চির চেনা অনন‍্যতার ভরা মনে সেই
ভাবনাতে ফিরে এসে বলতেন কইরে?


নানা ভাই কোথায়? এসো এই নাও!
হাত দু'টি বাড়ালেই পাঞ্জাবির পকেট
হতে বের করে দিতেন খাঁজা কদমা,
দানাদার, তিলের খাঁজা, বাতসা, সন্দেশ,
পাটালী, গজা, তিলের খাঁজা ও তিল মটকা।


সত‍্যই এক অনাবিল সুশোভার আস্তাচল
যেখানে থাকে না কোনই অস্থিরতার বালাই'
যে মায়া জাল বাহনে থাকে না ছিন্ন হওয়ার
ভয়; শত কষ্টের অভাবের চলে সংসার তার'


পরেও উহু শব্দটি করে না নাতি-নাতনীদের!
নিজ সন্তানদের কে বলেন যেতে কামাই'তে
কিন্তু এমনই এক মমতার মায়া জাল সম্পর্ক
বলে না কভূ যাও নানা ভাই অমক কাজটিতে!
সেই প্রেরণায় অতুলন নানা ভাই ডাকে সুধার।।


===×××===
===×××===
বাণী: নানা-নাতী-নাতনী সুমধুর সম্পর্ক সার্বজনিন ও সর্বজন নিরাপদ একান্তই আপন মন হ্নদয় বাহু মায়া মমতা ভালোবাসা প্রেম স্নেহ কতটাই ভাল লাগা আপন ও নিরাপদে আজীবন সম্পর্ক অটুট রাখে। যেখানে বিরহ ভঙ্গুরের বালাই থাকে না। সেই আপন ঠিকানার তুলনা হয় না নানা ভাই ডাকে সুধা অন‍্য কোনই সম্পর্কের ডাকে এই সমাজের।।