শ্রদ্ধেয় নানা ভাই অনেক দিন পূর্বেই
আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন
তিনি চলে গেছেন পরপারে বটে
সর্বত্র রয়ে গেছেন আমারই মন-প্রাণ মাঝে!!


তিনার অভাব সব সময়ই অনুভব করি
কি যে ভাল বাসা ভাল লাগায়
একান্তই আপন জন বলে সীমাহীন
ভালবাসা কি যে আনন্দময় খুশির;


শৈশব জীবন ছিল এক অনন্যতায় ভরে
তুলনা হয় না যা অন্য কোন কিছুরই সাথে
আপন জন বলতে নানার মতন ত্রি-ভূবনে
নিরাপদ আশ্রয়ের স্থান হয় না কোন জনমের;


ছোট্ট বেলায় থাকতাম নানা বাড়ীতে
কত শত আবদার নানা নামক সু-মধুর...
ডাক শোনায়ে মন-ভুলায়ে পূরণ করতাম
নানা ভাই হতে; সে এক অন্য রকমের প্রাপ্তিতে!


কি যে ভাল লাগত আজও মনে পড়ে;
সেই দিনগুলির স্মৃতি চরণের কতশত কথা!
তিনি নেই আজ আমাদের মাঝে বটে
দেহ হতে আত্না ত্যাগে পরপারে গেছেন চলে;


ত্রিশ'টি বছর হয় চলে গেছেন সেই অপর দুনিয়াতে
ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজী!
সামাজিক মর্যাদায় সহজ লভ্যতায় যা প্রাপ্তিতে!
শত ত্যাগ স্বীকারে তিনি ছিলেন
একজন সহজ-সরল গুণিজন।


নানা ভাইয়ের সুন্দর রুপ খানীতে অপলক নয়নে;
নানা ভাই ডাকতেন কোন নাম ধরে নহে
হাট-বাজার হতে বাড়ীতে এসেই;
নানা ভাই বলে কি যে সু-মুধুর কণ্ঠে!!


ডাক দিয়ে বলতেন নানা ভাই কইরে?
আয়রে কাছে এ কথা শোনা মাত্রই
এসে দু'টি চোখের পলক পড়তেই!
পাঞ্জাবীর পকেট হতে হাতখানা বের করেই
বলতেন নাও খাজা! কত রকমের মজাদার..


বাতশা, দাঁনাদাড়, জিলাপী, তিলেখাঁজা,
খেঁজুর গুঁড়ের পাটালী, কদমা, তাল পাটালী,
আঁখের গুঁড়ের গাদের পাটালী, গেন্ডারী (আঁখ)
আ-হা-কি-যে-ম-জা-র-ম-জা-র সু-ম-ধু-র
রসনায় আরো কত রকমের সন্দেশ ও গজা।


রােজ ফজরের আযানের সময় হলেই
নানা ভাই ডাকতেন ওঠো নানা ভাই নামাজ আদায় করতে!!
পড়া-লেখা, আদব-কায়দা, সত্য কথা বলা শেখানোসহ,
কখনও মিথ্যা কথা না বলতে আদেশ করেছেন তিনি।।


আজ নানা ভাই নেই আমাদের মাঝে
রেখে গেছেন শুধুই স্মৃতি; ছিলাম ছোট
বড় হয়ে পড়া-লেখা শিখে চাকুরী করে
আয়রোজগার করে সেবা করার সুযোগ
না দিয়েই চলে গেছেন অপর-দুনিয়াতে!!


সেই মধুমাখা স্মৃতিতে এখনও মনে পড়ে
নানা ভাই নাই যাদের দুনিয়াতে হায়রে অপূরণ
নানা-নানীদের অভাব সেই ভালবাসায়
এখন শুধুই অদেখাতে পূরণ করি অভাব শ্রদ্ধাজ্ঞাপনে
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে দোয়া ও ফরিয়াদের মাধ্যমে
আল্লাহ যেন নাজাত দানে জান্নাত বাসী করেন নানা ভাইকে।।


      ===×××===
      ===×××===


বাণী: আহা!! নানা-নানী, মামা-মামী, খালা-খালু, পিতা-মাতা, চাচা-চাচী, ফুফু-ফুফা, ভাই-বোন (খালাতো, মামাতো, ফুফাতো) সকলে মিলেই একটি পরিবার। হয় না তুলনা  নিজ পরিবার আপন জন বলতে যে আর।