এই তো ওয়াদাতে শপথ
নতুন করে সাঁজবো তাই!
হতে অনন্য মানুষ জীবন
নেই কোনই সংশ্বয় মনে।


মানুষ কেমনে হতে হবে
এমন করেই দীক্ষা নিতে;
করতে জয় মানবতা মন
তখনই হবো কল্যাণকামী।


সুন্দর পৃথিবীটিতে বাঁচতে
সে'লড়ায়ে করি সংকল্প।
কর্ম-ধর্ম জ্ঞান-আলোকিত
সুউচ্চ-শোভা অপূর্ব চেতনা।


জাগবে মনে সাধারণ ভাব
মানুষ হবে উত্তম অনন্য।
প্রেরণা যোগাবে প্রাণটিতে
আশায় বুক ভাসাবে এক।


কখনও ব্যর্থতা করবে না
প্রকাশ অন্য জনাতে সেই।
এমন করেই গড়তে জীবন
সমস্ত ঝঞ্জা উৎড়িয়ে জয়।


ঐ'মন সুউচ্চমান অভিলাষ
দীক্ষা-আত্মার সপান এক।
দেশ-জনতা আমাদের সব
নতুন সাঁজবো সেই দীক্ষা।
××××××××××××××××××××××××
বাণী: নতুন সাঁজে সাঁজা মানে এই নয় যে অপসংস্কৃতিতে যোগ দেওয়া ও জড়িয়ে অপপ্রচার লোভনে এলোমেলো পরিবেশে মিশে নোংরা সমাজ তৈরিতে মশগুল হওয়া। যা মানব জীবনের জন্য কলঙ্কিত। নতুন সাঁজে সাঁজবো মানে পুরাতন কতরকম ঝঞ্জা পার করতে হয়েছে। সেই সমস্তের অবসান ঘটায়ে সুন্দর জীবনের প্রত্যাশায় ভাল ভাবে ধর্ম-কর্ম মনটিতে এক নিষ্ঠতায় চলার অপর মানেই হল নতুন সাঁজ। যা সর্বজন স্বীকৃত।