যে জন চিনেছে নিজেকে
সে জন কি নিজকে জানে?
সেই মনে নিজকে আপনে'
কি যে ভাল লাগে নিজকে জানাতে।


ওরে মানব মন শোন না!
ঐ'দেখ না কি করে যে জানবে'
আপন মনে স্নিগ্ধতায় ভরে
অপরূপের দীপ্তমান চেতনায়।


মানবের নিজ মন অজানাতেই
কত কথা বলে অযোগ‍্যতাতেই
মিলাতে চায় সাঁজ-পোশাকের
চায় ভাল ভাল রুচিশীল মনে।


ঐ'দিকে ঐ চাওয়া-পাওয়াতে
ওরে মন করতে হবে  অর্জন!
ঐ'তরে নেই কোনই মন যার
সেই মনে কি করে চিনিতে!


নিজকে জানাতে ঐ অনন‍্যতায়!
প্রকৃত মানবের স্বাধ বুঝতে শত
সত‍্যের কর্তব‍্য নিষ্ঠার শ্রমের তরে
ঐ'সেই চেতনাতে গড়ে নিতে মন।


তবেই তো মানবের বিবেকের বোধ
শক্তির উদয়ের চেতনাবোধ জাগ্রতে!
মানবের নিজ মন হবে উৎফুল্লের
উদ্ভাসের অনন‍্য জীবন পেতে রবে;


সকলে আমরা মানুষ! মানব জীবন।
একমাত্র উপায় "নিজকে জানা"।
যে জন দিবসে মনের হরসে মমের
না জ্বালায়ে বাতি। নিজকে জেনে;


নিজেই করে অর্জন তবেই কর্মগুনে
হবে এক সময়ে অর্জিত লোভা মন।
পাবে জীবনের আস্তাদনের জীবনের
বোধতার প্রবল ধারনের মানব জীবন।
===×××===
===×××===
বাণী: একজন মানুষ সে যত সময় নিজ'কে জানা ছাড়াই কোন মতে গাঁয়ে-পায়ে বড় হতে থাকে। আসলে প্রকৃত পক্ষে সেই সকল লোকগুলি কখনও ভাল মানুষ হতে পারে না। মানুষ নিজ'কে জানার জন্যে অনেক শ্রম বিনিময়ে জ্ঞান লব্দের হতে হয়। অন্যথা নহে।।