কেন ওহে মন কাঁদরে!
কেন এতো মায়া হ্নদয়ে?
কেন করো ঐ'মনে রাগ
কেন করো কোন নেশায়?


জানি তুমি করো রাগ!
বোকাকে ভাল জেনে
হয় যেন যোগ‍্য ঐ'তরে
সেই যে হতে হয় রাগ।


কি যে করি নাহি ভেবে
পাই না তো কোনই কূল!
কেন যে করি রাগ?
যার যেমন কর্ম সে তাই।


ও যে বোকা সে নিজকে
জানে বুদ্ধির ঢেঁকিতে সেরা
কেন তবে করলাম বোকাকে
চালাকের ভেলায় দিয়ে রাগ?


হলেম যে মন খারাপের পালা!
আরে বোকা তোরা বড় বোকা;
খেতে পারিস পড়তে পারিস
ভাল-মন্দ সবই জানিস।।


আসলে কি প্রকৃত পক্ষে জানিস?
হাবলু কোথাকার; না জানিস না!
সেই দিন বলে ছিলাম তুমি বোকা
তাই শুনে করে ছিলে রাগে টগবগ।


আসলে বোকা রাগের কথাটি শুনে
যদি সত‍্যই চেষ্টা করতে জ্ঞান অর্জনে
হতে চালাক! সেই মনে আজ পেতে
জ্ঞানের আলোর পরিচয়ের মহোৎসব।


তা না করে নিজকে অন্ধকারে ফেলেই
করে গেলে নিজ খেয়ালে হেয়ালীপনাতে
জীবন যে হল তোমার অন্ধকারাছন্ন!
কান্না করে আমার মন নিরবে তোমাতে।।


তুমি যে বড়ই বোকা! অনেক বড় বোকা!
চালাক বটে' কাজের চালাক একটুও নও;
বললেও শুনতে পাওনা' দেখেও শেখ না'
জানাতে অপারগতা; তবুও কেন! ঐ সেই
তরে রহে তোমাতে "নিরব কান্নাতে মন"।।
===×××===
===×××===
বাণী: এক শ্রেণীর মানুষ রয়েছে সমাজে। সেই সকল মানুষেরা পাইলে খায়; না পাইলে তেমন মাথা ব‍্যাথা নেই তাদের। তাদের আবার উন্নতিই কি আর অবনতিই কি? তারা কখনও সমাজের বোঝা নয়! বরং যারা চিন্তা করে তাদের জন‍্যে পরিনতিতে সেই সকল ব‍্যক্তিই তাদের পথের কাঁটা মনে করে থাকে। সেই তরে নিরব কান্নাতে জ্ঞানী জনদের মন ব‍্যাকুল রয়।