মানুষ মানুষের জন‍্যে, মানুষ যদি না হই মানুষ!
যে মানুষ নিজের কল‍্যাণ চাহে, পরেরও চাবে।
নিজ কল‍্যাণ তখনি ভর করবে; অপর সমতায়
জীবন সুখি তখনই অনুভূত হয়, সহমর্মী মনেই।


বিকশিত জীবনের আলো কোথায় প্রজ্জ্বল্লিত হয়?
আদর্শ অর্জিত জীবনের আলো মানবতা সেবায়।
মানুষ মানুষের জন‍্যেই; যুদ্ধ নয়; সংঘাতও নয়;
চাওয়া শুধু শান্তি; আর শান্তি; কল‍্যাণ মানবতায়।


মানুষ হয়ে জন্ম নিয়ে, মানুষের কল‍্যাণ কাম‍্নায়
না দিলে মন। কি করে আসবে ফিরে নিজ শুভ?
প্রতিবেশী অশিক্ষা অসভ‍্য অভাবী চোর হলে বল
কি করে তুমি আমি পাবো সভ‍্যতা এ'জগৎ তটে?


একার দ্বারা কখনও ভাল যায় না সামাল দেওয়া
ভাল ভাল প্রলাপ বাক‍্যের বুলি শোনানো দুনিয়া।
ভাল ভালোরই সমতায় চলনে যাপিত জীবন চল
একটি নির্ভর শীল মানব সত‍্য দলই কল‍্যাণ সম।


তাই তো নিজ কল‍্যাণ চাইলে, চাইবে অপরেরও
সেই চাওয়া আর পাওয়ার মাঝে সমতা সঠিকতা!
নয়তো নিজ ভাল হতে দেখা অপর অযোগ‍্য মনে
বলে ওরে তুই বেশ বুঝেছি; দাঁড়া দেখাচ্ছি মজা!


এই না ঘুনায়ে কাছে আসবে কত আপন ভাবনা
ইনায়ে বিনায়ে এটা সেটা; মূল নাই; অর্থে শূন‍্য;
সময় দিবে নষ্ট করে, শেষ মেষ পালাবে অনেক
বড় ক্ষতি করে। সেই তাই নিজ কল‍্যাণ সমতায়।
********************************
বাণী: নিজ কল‍্যাণ চাইলে, অপরের কল‍্যাণে নিবেদিত মন থাকতে হবে। তবেই বিধাতা দেখেন ঐ'মানুষ আমার বান্দা। তবেই সকল সুখের নাগাল আপনত্ব একজন।