কে বলেছে আপনি বড়?
কে বলেছে আপনি ছোট?
কে বলেছে আপনার অযোগ্যতা?
কে বলেছে আপনি অপরাধী?
কে বলেছে আপনি গরীব?
কে বলেছে আপনি ধনী?
কে বলেছে আপনার কোন অর্থ নেই?;
কে বলেছে আপনার কোন ঘর নেই?
কে বলেছে আপনি অভাবী?
কে বলেছে আপনার গাড়ী নেই?
কে বলেছে আপনার চোখ থাকতে অন্ধ?
কে বলেছে আপনার স্থাস্থ্য থাকতে ক্ষীর্ণ?
কে বলেছে আপনার থাকতেই হবে:
(দামী বাড়ী, গাড়ী, স্বর্ণালংকার,
নাম-জস-খ্যাতি ও পতিপত্তি,
সে যে এক জমিদারী ভাব-ভঙ্গিমা
এবং
কে হতে বলেছে অন্যায়,
অপথ ও জোর-জুলুমের অতিরিক্ত,
ধন-সম্পদ এর মালিক?
আমি বলি না! থাকতে হবে না অনেক...
আমি শুধু বলতে চাই! থাকতে হবে:
একজন মানুষের, প্রকৃত মানুষ হওয়ার
এক অদম্য ধীরতা ও আত্ন প্রত্যয়;
তাহলেই মানুষ হতে পারবে!
হতে পারবে শিক্ষিত,
হতে পারবে বড়,
হতে পারবে আত্ন—মর্যাদা—বান
হতে পারবে সার্বিক দিক থেকে বড়!
হতে পারবে সমাজের প্রতিষ্ঠিত..
এক আদর্শ ও বড় মানুষ।
অপবাদের বোঁঝা মাথায় নিয়ে;
নিজেকে বড় বানানোর স্বপ্নে বিভোর করে!
শেষ পরিণতিতে  রবে শুধু আক্ষেপ!
দিন যে যাবে, আর মানতে হবে;
বড় যদি হতে চাও; ছোট হও তবে।
কে বলেছে আপনি ছোট?
যোগ্যতার বাহু বলে না হলে বড়!।!
অন্যায় ও অসৎ পথের কাঙ্গালীতে
মনের অবস্বাদের অতৃপ্তিতে বড় হলে
কখনই আত্ন:তৃপ্তি পাবে না যে জীবনে
তােই তো বলি ছোটইরয়ে যাবি! চিরকাল।
কে বলেছিল ছোট, বড়, ধনী, গরীব, অশিক্ষিত, অন্ধ, অর্থহীন, নাম-জস, খ্যাতি ইত্যাদি নাই!!
তাতে কি হওয়ার ছিল?
প্রকৃত পক্ষেই তো হতে পারা যায় নাই;
বড়-ছোট হওয়ার স্বাদ কি!!
অপূর্ণ্যতা প্রাপ্তিতে থাকবে যে জীবন এক।।  
বড় আর ছোট মানুষ
সত্য ও মিথ্যার চাওয়া-পাওয়ায়।।
তাই তো বলি প্রকৃত বড় হওয়াটা হবে যে প্রাপ্তিতে স্বাদ ও আত্নার তৃপ্তি।।
===×××===
===×××===
বাণী : নিজেকে বড় ভাবা অপরাধ নহে। যে জীবন নিজেই বিধাতার চাওয়াতে সৃষ্টি করতে পারে। আর যে জীবন অন‍্যের উপর ভর করে কোন মতে চলতে শেখে সেই জীবনে আবার নিজকে বড় বা ছোটভাবার কি আছে? তাই আগে নিজকে জানো তারপর বড় ভাববে না ছোট ভাববে সময় নিজ হতেই বলে দিবে।
তারিখ: ০৬/০৭/২০১৮ইং।
--------