নিজেকে জানতেই লেগে যায়
অনেক সময়! যা জানা নয়তো
সহজ' অনেক ঘটনাই ঘটে যায়
যায় না মানা রক্ষায় সেই মনে।


তবুও চলি পথ অবুঝ মনের সেই
যে ঐ মন অতৃপ্তের খেয়ালে কেন
মন এতোটাই অবুঝ হয়ে পড়ে যা
তারই উপরে প্রভাব বিস্তার করে।


অনেক সময় করতে চায় ভাল
সেই ভাল দেখি অজানাতে করে
জ্ঞানের অপরিপক্ষতায় হয় যে তা
সেই তরে জানি কি আমরা ঐ মনে?


পরিশেষে অনেক দুঃখ প্রকাশে নত
হই কি যে হীন মনে! যা যায় না বলা
নিজ নিজেই চেনাতে। কি করি ভেবে
না পাই কূল ঐ মনে করি আত্ম:বিলাপ।


শেষে আসে বুঝ কেন করে ছিলাম ঐ
রকমের কাজ? যারন‍্যায়ে আজিকের তরে
হতে হল সকলের সমালোচনার পাত্রের'
সেই তরে ভেবে করলে কাজ পেতে হবে
না যে কখনও (নারী-পুরুষ) ঐরুপে লাজ।
===×××===
===×××===
বাণী: যে কোন করার পূর্বে কয়েক বার ভেবে নেওয়াটাই শ্রেয়। তা না হলে হালকা ভাবে নিলে ঐ কাজটি আলোচনাটিতে মতামত দিলে নিজের অজানাতেও ক্ষতি হতে পারে। যার ফলে পরবর্তিতে একজন জ্ঞানী জানা লোকও অযোগ‍্য ওসমালোচনার পাত্র-পাত্রী হতে পারে। যেমন; আমি একটি আলোচনায় মতামত দিয়েছি যে সুন্দর প্রকাশ, কবিতাটি প্রকাশ করা যেতে পারে! এই যে যেতে পারে কথাটি একটি অসামঞ্জ‍্য। যার ন‍্যায় আলোচনাটি ব‍্যান হয়েছে। সেই জন‍্যই সকল কাজেই ধীর স্থির ভাবে ভেবে চিন্তে করাই উত্তম।