এক সময়ের ঐ মনে ভেবে ছিলাম
নিজে অর্জন না করতে পারি তাতে'কি?
মা বলেছেন তোমারই ছোট ভাই ওরা!
ওদের মানুষ করলে ফেলে কি দিবে তারা!


সেই চেতনায় দেখ ভাল করতে রয়ে যে মন'
সেই মনে কতশত বেদনা বুকেতে চেপে রেখে
নিজের জীবনের আকাঙ্খার অভাব পূরণের
শূন‍্যতায় রেখে! কত ভাবনায় মনকে চুপ করায়ে'


কোন মতে নিজ জীবনকে চলমান রেখে
মন বলে ধীরতায় উচ্চ-বিলাসী মননে রয়ে
কোন কষ্টকে কষ্ট মনে না ধরেই  চলতে সামনে'
গতিতে তাদের আগায়ে নিতে ছিল না কোন দ্বন্দ।


কই মা' তোমার সেই সোনার ছেলেরা আজ?
কোথায় তোমার কথা সেই আত্ম:উপলব্দের?
তোমার সোনার ছেলেরা গাঁয়ে-পাঁয়ে কোন মতে
হয়েই বড়! অপ্রাপ্তেই নিজ সংসার চেতনায়'


যার যার সংসার গুছিয়ে নিয়ে চলছে কোন মতে
নিজ সংসার চালাতেই হিমসিমে রয়ে মন!
আমি তো তোমার রধনে  মায়া ভরা কথা ঝুঁড়িতে
মত্ত্বের তরে করে গেছি অরণ‍্যে রোদনে মুক্তদান।


তারা তো বিশ্ব প্রেমিক! ভাবলো না মা তোমার
শোবার বিছানার কথা! ভাবলো না পড়নের
কাপড়ের কথা! ভাবলো না একটি ভাল ঘরের
কথা! আর বাকি তো থাকলো না কিছুই' সেথা।


কই মা!শরীরের ঘাম ঝড়ানো অর্থ বিলায়ে
বিনাশ করে হাসি ফুঁটায়ে রাখতে করি নাই
তোমার সন্তানদের তরে; তারা কি একখানা
বিস্কুট কিনে বলেছে ভাই এসো খাই এক সাথে।


প্রেম করে প্রেমিকের দেওয়ানাতে করে বিবাহ
করছে সংসার ধর্ম নামক জীবন যাপন যেখানে
এখনও ভাইয়ের সাথে কথা বললেই অভাবে💖
তারনায় বলে চলছে কোন মতে! সেই জীবনে।


মা আজ যদি ধীর মন বলে ইচ্ছা শক্তিটাকে
জাগ্রত না রেখে নিজেকে অগ্রসর না করতে
ব্রত:না থাকতাম' আমার অবস্থা আজ কি হতো?
যখন তাদের কোনই উপায় ছিল না! তখন আমি'


আজ যখনই কোন মতে বুঝতে শিখেছে হয়ে
বুঝি মহা-জ্ঞানী! তাই মা তোমরা যে দেয় সেই
সন্তানের মর্যাদা দিতে শিখ! শুধু অন্ধ:বিশ্বাসে
যে সকল সন্তানরা তোমাদের মত মায়ের সাথে'


মিছামিছি  মিথ‍্যা নাটক করে নিজ জীবনের
সর্বনাস নিজেই করে থাকে হও সতর্ক হতে
তাদের! নয়তো হারতে বসবে নিজ সন্মান ঐ
সকল সন্তান-সন্ততি হতেই। পারবে না ত‍্যাগী!


সন্তানের ঋণ কখনই পরিশোধ করতে। তাই
তো বলি নিজ জীবনের স্বপ্নকে বিসর্জন দিয়ে
অন‍্যেদের মাঝে নিজেকে স্বপ্ন বিভোরতায় না
মজায়ে গড়তে হবে নিজেকে তবেই প্রকৃত জ্ঞানী'


উপলব্দিতে হতে পারবে এক অনন‍্যতার ঐরুপ
জ্ঞান উপলব্দির মানুষ! নিজে না জানলে যাকে
শত শ্রমে স্বপ্ন বিভোরে মানুষ করেছো সেই এক
সময় বলবে আরে মুরুক্ষ কিছুই জান না ঐ মনে'


সেই তরে সংকল্প ব্রত:নিজ জীবন গড়ার স্বপ্নের
তবেই রক্ষায় রবে ভবিষ‍্যৎ জীবন আহাজারি হতে
সেই জন‍্যেই রও স্বপ্নের ধারাতে নিজকে সাজাতে
মা কি বলেছে তারই অন‍্য সন্তানের জন‍্যে তা নিতে'


হবে জপে! তবে নিজকে বিসর্জনে না ফেলে সেটা
হবে উত্তম নিজ জীবন স্বপ্নের স্বাদ পূরণ হলেই; নয়
তো নিজ জীবনের স্বপ্ন স্বাদ অপূরণই রয়ে যাবে।
সেই সময় মাও বাসবে না  ভাল দেখ ভাল না পেলে।
===×××===
===×××===
বাণী: জীবনে নিজকে সুন্দর জীবন দানে একা গ্রচিত্ততার বিভোরতায় তৈরিতে ব্রত:হতে হবে। এর ব‍্যয়িত ঘটলে সারাটি জীবন শুধুই আহাজারি করতে হবে। নিজে অর্জন না করতে পেরে অপরকে সেবা দ্বারা সেই স্বপ্ন অর্জনে নিজকে কখনই বাস্তব স্বপ্নের রুপে দেখা পাওয়া বড়ই কষ্ট সাধ‍্য।