ঐ সময়ের ইতিহাস নেই জানা
জানা নেই আমার ঘটনাবলী'
দেশ কি! কাকে দেশ বলে?
রাষ্ট্র কি! কাকে রাষ্ট্র বলে?


রাষ্ট্র কি ভাবে গঠিত হয়?
কেন রাষ্ট্র গঠন করতে হয়?
রাষ্ট্র-নায়কের কাজ ও ভূমিকা কি?
রাষ্ট্র-নায়ক কি হতেই হবে?


নিজস্ব দেশ বলতে কি বুঝায়?
সেই দেশেরই মুক্তি চেতনায় রয়ে
সকল সুযোগ-সুবিধা পেতে মানব
নিজ রাষ্ট্র গঠনের ধীরতায় সেই মনে...


পরাধীনতার গ্নানির আপদ এই দেশ!
বাংলা হতে দূর করেই বর্হি:শত্রুর
মোকাবেলায় বঞ্চিত নিপীড়িত এই
পূর্ব বাংলার আপামর জনতাকে ঐ!


বরবর অমানবিক শাসিত-শাসক
হতে মুক্তির স্বাধীকার আন্দোলনের
পক্ষে মুক্তির রুপ নিয়ে ক্রমেই এগিয়ে'
বাঁধে দানা! এই বাংলার আপামর জনতা।


সেই জনতাকে করতে যার এক বস্তু নিষ্ঠার
বলিষ্ঠতার স্বাক্ষর রয়ে গেছে' গেছেন রেখে;
তিনি আর অন‍্য কেহ নহে! তিনি হলেন সেই
চিরচেনা চির লাল-সবুজের অর্জিত পতাকা।


রচনায় সফলতার দীক্ষাতে শত মা-বোনের
বিনিময় ইজ্জতের স্বার্থত‍্যাগের রক্ত উৎসর্গিত
জীবনের দেহত‍্যাগের নিঃশর্তের জাগ্রত মৃত
জাতিকে উজ্জীবিতের ঐ যে সেই মহান নেতা।


যার তুলনা হয় না অন‍্য কোন কিছুরই সাথে'
সে হল আমাদের প্রাণ প্রিয় মহান বলিষ্ঠ নেতা
বাঙ্গালীদের অমরগাঁথা ভিত্তির শক্ত-মজবুত!
রচয়িতা তাঁকে আমরা স্বরণে রাখবো সদা-সর্বত্র।


তিনি এমনই একজন নিষ্ঠা কর্তব‍্য পরায়ন মহান
গুণি ব‍্যক্তিত্ব সম্পূর্ণ যার সহিত হয় না তুলনা যে
কোন কিছুরই সাথে। স্মরণে প্রতি ক্ষনে রয়ে মন'
ইতিহাস বলে কথা স্বাক্ষর বহনে ৭-ই মার্চ রহে ঐ!


এই ৭-ই মার্চের তাৎপর্যের তুলনা হয় না মহান
নেতার' মুখ নিঃসৃত মূল‍্যবান তাৎপর্য পূর্ণ শর্ত
এক শর্তবার্তা অমূল‍্যের অমৃত সূধার চির বাণী!
যা আমরা সকলেই জানি; জানতে প্রচেষ্টা যেন'


প্রজন্মের তরে ছড়িয়ে ছিটিয়ে প্রাণ সচল রাখি।
তবেই তো সেই ত‍্যাগী বাংলার কান্ডারীর জন্ম
হবে স্বার্থক দীক্ষাতে থাকবে তিনি সবারই মাঝে!
শ্রদ্ধ‍ায় স্মরণে রবে জাতিগত শর্তের এই বাংলার।


আমরা ভুলবো না কখনও তার অর্জিত দেশের
তরে সকল ত‍্যাগ ও দেশ গড়ার আত্মস্বীকৃতকে।
তাই তো আজকে ৭-ই মার্চ রই স্মরণে তাৎপর্যে।
মহান সেই নেতা বাঙ্গালী জাতির সুস্বপ্নের পথ'


প্রদর্শক সে আর কে? তিনিই হলেন বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান বাংলার গর্ভকে। জাতির চেতনা
শক্তির অগ্রনী ভূমিকা কান্ডারী যাকে ভুলার নয়।
স্মরণে রয়ে আজ সেই ৭-ই মার্চ ঐতিহাসিকতাতে।


===***===
===****===
বাণী : ঐতিহাসিক এই ৭-ই মার্চকে আমরা স্মরণে রাখবো সব সময় সর্বত্র। একটি দেশের স্বাধীনতা অর্জনে কত শত বাধা বিপত্তিতে অর্জিত হয় একটি দেশের অর্জিত স্বাধীনতা। আর সেই অর্জনে যারাই ত‍্যাগ স্বীকার করে জীবন বাজি রেখে শত মায়ের দামাল ছেলে-মেয়েরা বিভিন্ন সময়ে নানান রকমের শর্তাবলীর মাধ‍্যমে অধিকার আদায় করে, অর্জনে দেশকে সুন্দর একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেন। সেই অর্জনে ঐ মহান নেতৃত্বের নেতাকে আমরা কখনও ভুলবো না। তিনি আর অন‍্য কেহ নন' আমাদেরই প্রাণ প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাংলার মানুষের পক্ষে নেতৃত্বের মাইল ফলক এক নিষ্ঠ কর্তব‍্য পরায়ন ত‍্যাগী ও কল‍্যাণময়ী মহান নেতা। এমন নেতার দ্বিতীয় মিলানোদায়। এমন চেতনায় ভরা নেতাই এই বাংলাতে নিক জন্ম রক্ষায় বাংলার মাকে তাকেই আমরা চাই স্মরণে।