টাকাই মানব জীবনে বড়ই কামনা
টাকাই মানব জীবনে বড়ই বাসনা
টাকাই মানব জীবনে বড়ই আকাংঙ্খা
টাকাই মানব জীবনে বড়ই অভাব
টাকাই মানব জীবনে বড়ই সমস্যা
টাকাই মাবন জীবনে বড়ই অহংকার
টাকাই মানব জীবনে বড়ই হিংসা
টাকাই মানব জীবনে বড়ই পরচর্চা
টাকাই মানব জীবনে বড়ই আত্ন:তিপ্ততা
টাকাই মানব জীবনে বড়ই বিপত্তি
টাকাই মানব জীবনে বড়ই বিলাসী
টাকাই মানব জীবনে বড়ই বিপদ
টাকাই মানব জীবনে বড়ই লোভী
টাকাই মানব জীবনে বড়ই সন্মাণি
টাকাই মানব জীবনে বড়ই দ্বীন
টাকাই মানব জীবনে বড়ই দ্বীনদ্বার
টাকাই মানব জীবনে বড়ই রুপ লাবণ্যে
টাকাই মানব জীবনে বড়ই অপরুপ
টাকাই মানব জীবনে বড়ই মর্যাদায়..
টাকাই মানব জীবনে বড়ই ইচ্ছাপোষণে..
টাকাই মানব জীবনে বড়ই প্রেম মানে না!
টাকাই মানব জীবনে বড়ই অবহেলা
টাকাই মানব জীবনে বড়ই শুণ্যতা
টাকাই মানব জীবনে বড়ই নিয়মের খেলা;
টাকাই মানব জীবনে বড়ই দৃষ্টি কুটু
টাকাই মানব জীবনে বড়ই ধনি-গরিব
টাকাই মানব জীবনে বড়ই ভেদা-ভেদ
টাকাই মানব জীবনে বড়ই পরনিন্দা
টাকাই মানব জীবনে বড়ই পরচর্চা
টাকাই মানব জীবনে বড়ই পোষাকী
টাকাই মানব জীবনে বড়ই বেশবোস
টাকাই মানব জীবনে বড়ই উন্নতি
টাকাই মানব জীবনে বড়ই কর্মঠ হওয়ার সুযোগ
টাকাই মানব জীবনে বড়ই উচ্চ-আকাঙ্খা তৈরিতে অনন্য।
টাকাই মানব জীবনে বড়ই চালিকা শক্তি
টাকা মানব জীবনে বড়ই ধর্ম নামক শিষ্ঠাচার হয় না
টাকাই মানব জীবনে বড়ই এক যাত্রী বাহী যান অপর যানকে ব্যারিকেড দেয়!
তাই তো বলি;
পড়া-লেখা করে উচ্চ শিক্ষিত হওয়া, দামী হওয়া, গাড়ি-বাড়ী করা,
জীবনের সুখ-সাচ্ছন্দতায়, এককথায় সকল ক্ষেত্রেই টাকা-পঁয়সা ছাড়া
কোন কিছুই  সঠিক ভাবে টাকা ব্যতিত হয় না সাধন-ভোঁজনে তৃপ্ততা, এই
জন্যই আমরা মানুষরা ছোট কাল হতেই হবো কর্মঠ, সত্য-মিথ্যার পিছনে,
অহংকারের পিছনে না ছুঁটে, সোহাগী ও আহল্লাদী না হয়ে, পরচর্চায় ব্রত
না হয়ে, কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করবো মোড়া পড়া-লেখা, পড়া-
লেখা করতে ভাল না লাগলে নেমে পড়ব কাজে, উপার্জন করবো নিজ যোগ্যতা
প্রয়োজনে থাকবো সকলের মাঝে সততা, কর্তব্য নিষ্ঠা, ন্যায়-পরায়ণে, ধর্মের পার্শ্বে,
অন্যের ক্ষতি না করে, অহং ত্যাগে, গড়িব মোড়া উন্নত জীবন, হবো সচেতন, নিজ
জীবনকে অন্যের উপর নির্ভরশীলতা নয়, অপরাধ জগতের হাতে নিজ জীবনকে বলির
স্বীকার নহে, নিজ জীবনকে বড় করতে অপরাধ জগতের সহিত হাত মিলায়ে সারাটি
জীবন যাবে মানব জীবনকে ক্ষতির মধ্য দিয়ে তা হবার নহে।
তাই টাকার পিছনে না ছুঁটে ছুঁটি ভাল কাজের পিছনে
হই কর্মঠ রই নিজ জগতে তবেই তো স্বার্থকতা লাভে ধন্য হতে হবে না
মানব জীবনকে অন্যের ধ্যানধারণার চেতনার স্বীকারের টাকা ছাড়া হয় না
কোনই কিছু সেই জন্যেই তো আরাম-আয়েশ না খুঁজে, অলস ভাবে বসে না
থেকে সঠিকতায় উপার্জন করে টাকা অপচয় না করে, প্রয়োজনানুযায়ী ব্যয় করে,
অসহায়ত্ব বোধতা নিজেরই মতন অপর মানুষের নিকট প্রকাশ না করে স্বাবলম্বি
হতে হবে অনার্থের মূল অর্থাৎ টাকা-পঁয়সাতে তবেই তো মানব জীবনে টাকা নামক অভাবে হতে হবে না কলংঙ্কের স্বীকারের বড়ই সমস্যা অনার্থের মূল অর্থাৎ,
টাকাই মানব জীবনের অমূল্য সম্পদ।
===×××===
===×××===
বাণী : মানব জীবন আদর পাওয়াতে নেই কোনই জুরি; তবে আদর-সোহাগে অলস না হয়ে ভালবাসায় শীতলতায় কর্মঠ হয়ে উপার্জন করে নিজে স্বাবলম্বি হও এবং নিজ পরিবার ও প্রতিবেশীদেরকে সমাজ ব্যবস্থার মানদন্ডে এগিয়ে যেতে স্বাক্ষরে থাকবে টাকা নামক মানব জীবনের অপূর্ব এক অনন্য অবদান।