আসল কথা কি মানুষ মানুষ হলে জানা যাবে
যে জন প্রকৃত মানুষ হতে প্রচেষ্টা করে।
সেই সকল মানুষ জীবনে বিজয় মাল‍্য পড়বে
পড়বেই পড়বে এ'ধরাতে তারাই জানে।


আজ একটি ঘটনা বলি শুনুন সকল এ'ধরার
একজন মানুষ হিসাবে জন্ম ও কর্মফল!
চাই জীবনটিতে অর্থ-বিত্ত ভরপুর পতিপত্ত্বির
সেই অনুশাসন ও অনুপ্রেরণা বিধাতার।


একান্তই চাওয়া-পাওয়া ও সঠিক জীবনমান
করলে পণ কে বলেন বিধাতা দেন না?
অবশ্যই দেন অনেক হিসাব কষে ধৈর্য ধারণ
আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস প্রতিদান।


তাই তো বলছি নিজ অভিজ্ঞতা ও প্রাপ্তিফল
একদিনে মালোয়েশিয়ার ভিসা হয়!
এ আবার কেমন কথা সম্ভব কি করে হয়েছে
আমি সাধারণ মানুষ ভরসা বিধাতাতে।


ভিসা এজেন্টকে পেপারস দেই ১৭ দিন পূর্বে
উক্ত এজেন্ট বিলম্বে আবেদন করায়!
অনিশ্চিত হয়ে পড়ে কাঙ্খিত পিএইচডি ডিগ্রী
গ্রহণ কনভোকেশনে অংশ প্রাপ্যতায়।


অনেক কষ্ট পেলাম; ভাবলাম হয়তো বিধাতা
রাখেননি ভাগ্যে ঐ'মহোতি অনুষ্ঠানে
অংশ নিতে হে আল্লাহ্ তুমি সব কিছুর মালিক
এই না বলেই কতকথা ভাবতে থাকি!


আর মনটিকে বলি হে আল্লাহ্ তুমিই তো ভরসা
এই কথা বলেই দপ্তর সহকর্মীকে বলি'
শোন এ্যাম্বাসীতে ভিসা আবেদন রেফারেন্স সহ
একটি ই-মেইল করলে কেমন হয় দেখি?


বলেন স্যার বেশ তো মন্দ হয় না' দেন না মেইল
দেখা যাক কি রিল্পাই আসে এ্যাম্বাসী'তে?
আহ! কি যে খুঁশি ই-মেইল দিতে দেরি হয়েছিল
কিন্তু ভিসা দিতে হয়নি দেরি এ্যাম্বাসী হতে।


মনে হল আল্লাহ্ তাওয়ালা স্বয়ং নিজ হতেই এই
আশার আলোয় উজ্জ্বল বিকশিত করলো।
সেই আলো ঝলমল ঊষার স্বপ্ন পূরণ জীবন মন
উচ্ছাসে ভাসতে লাগলো এক অনন্যতায়।


সেই না আগামী ২৫'মার্চ'২০২৩ইং শনিবার রাত্র
১১:১৫ মিনিটে ঢাকা আন্তজার্তিক বিমান
বন্দর হতে কোওলালামপুর মালোয়েশিয়া আন্ত:
বিমান বন্দর, কনভোকেশন স্যুইচ গার্ডেন।
××××××××××××××××××××××××
বাণী: মানুষ যখন আল্লাহর অনুশাসনে অনুপ্রাণিত হয়ে জীবন যাপন ও কর্ম করে থাকে। সেই সকল মানুষের কোন কঠিন পাওয়ায় কঠিন আল্লাহ করেন না। যা সহজ করেই প্রাপ্তি হিসাবে দান করেন। বান্দা অনেক সময় কল্পনাও করতে পারে না। অজানাতেই পেয়ে থাকেন। যা বিধাতারই একান্তই অনুগ্রহের দান।



চলমান