তারাই তো প্রাপ্য অভিনন্দন
হয় তারাই অভিষেক এ'ধরা।
যারাই চায় জানতে সঠিকটা
কিসে কোন কর্মে যায় চেনা?


এমন মানুষের মন যারাই
তারাই পায় প্রকৃত দীক্ষা।
জানার ইচ্ছা জিজ্ঞাসা সেই
তো জানতে চাহে অজানা।


অভিনন্দন জানাই সাধুবাদ
তুষ্ট ভরা মনটি হতে একান্ত
হৃদয়-প্রাণের টানে পরিশুদ্ধ
স্বত:স্ফুর্ত চেতনা আত্মারই।


সেই সকল লোকেরাই মানুষ
প্রকৃতজন সমাজে চেতনারই।
জ্ঞান অর্জনে হয় প্রকৃত ধন্যে
মনটি রাখে পবিত্র সেথা ধর্ম।


অপবিত্র ধন-রত্নের ধনাঢ় তারা
নয়তো ধনি কোন মতেই মনুষ্য!
প্রকৃত ধনি সেই মানুষেরা যারা
সত্য-নিষ্ঠার চরম উপকারীজন।


নিজকে করবে যারাই ভালো
সেই সকল লোকেরাই জগতে
সেরা। করবে না কখনও ক্ষতি
নিজসহ অপর কেউও কখনও।


অভিনন্দন জানাই তাদেরকেই
যারাই অভিনন্দনের প্রকৃত জন।
অর্জিত জীবনমান মহা-পরিপক্ক
কে রহে অভিনন্দন পক্ষপাতের?


এমনি অভিনন্দন চাই না ধরায়
আজ আছে তো কাল থাকবে না।
যে মুখে জয়;সেই মুখেতেই ক্ষয়;
হে আল্লাহ্ দাও না বলে ঠিকানা।


কোথায় গেলে পাবো প্রকৃতই ঠাঁই
এই দুনিয়ার অসভ্যতার দৌরাত্মা।
মাফ করে দাও না আমায়' দানকর
তোমার ছায়ার অভিনন্দিত ঠিকানা।
×××××××××××××××××××××××××××
বাণী: মানব জীবন খুবই সুন্দর। যদি কঠোর ধর্মীয় অনুশাসন ও সমাজ তথা রাষ্ট্রের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে সুন্দর ও ভাল দীক্ষা মূলক আচার-অনুষ্ঠান সমূহ উপভোগ করে ও দেখে আল্লাহর সৃষ্টি মনুষের ভাল দিক গুলির প্রতি সুনজর রেখাপাত অঙ্কিত করে, জীবন গড়ার সুযোগ নিয়ে। সেই সুযোগ কাজে লাগায়ে সফলতার দাঁড় প্রান্তে পৌঁচ্ছানোর অপর নামটিই হল মানব জীবনের প্রকৃত অভিনন্দিত স্বার্থকতা।