লাইলাতুল কদরের সুমহান রাত
মহিমাম্বিত রজনীর এই পবিত্র রাত
এই পবিত্র রাত্রেই নাজিল হয়েছিল
আল্লাহ রাব্বুল গায়েবী ভাবে হযরত
মুহাম্মদ (স) এর উপর হিরা পর্বতের
গুঁহাতে এই ইসলাম ধর্ম গ্রন্থ পবিত্র
আল কোরআন শরিফ।।


যে রাত্রীটির গুরুত্ব সেই জন‍্যই খুবই
তাৎপর্য পূর্ণ ও গুরুত্ববহ যে রাতের
তুলনা হয় না অন‍্য কোন রাত্রের সহিত।
পবিত্র এই রমজান মাসের সাতাইশ
রোজাতে এই লাইলাতুল কদরের রাত
আসে যা পালনীয় ইবাদত বন্দেগীতে
মশগুল থেকে। রাত্রী জাগ্রত কোরআন
তেলাওয়াত, নফল নামাজ আদায়, দুরত
শরীফ পাঠ, জিকির আজগরের মধ‍্য দিয়ে
আল্লাহকে সন্তুষ্টিতে বিনীত নিবেদনে আর্তনাদ
করা।


যা মহান আল্লাহ তাওয়ালা সকল  ইবাদত
কবুল করত: মাফ করে নতুন করে আগামী
বছরের আমল নামা সকল ঈমানদার মানুষ
নর-নারীদেরকে সুউচ্চ শিখরে স্থান লাভে ধন‍্য
করে থাকেন। সেই তরে ওই পবিত্র মহিমাম্বিত
রজনী রাত মুসলিম জাহানের বড়ই গুরুত্ববহ
তাৎপর্য রাত্র। যে রাতের তোলনা হয় না অন‍্য
কোন রাত্রের সাথে। আল্লাহ পবিত্র কোরআন
শরীফে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যে এই


লাইলাতুল কদরের রাত্র দুনিয়ার সব চেয়ে
উত্তম রাত্র। এই জন‍্যই রাত্রকে সকল রাত্রের
রাজা বলা হয়। ওহে সকল মানব জাতি এসো
এই পতাকা তলে জাগ্রত হই একই চেতনাতে
মুসলিম জাহানের এই আদর্শ ছায়া তলে করো
বসবাস দেখবে রইবে জানবে প্রকৃত পক্ষেই কি
যে গুরুত্ব পূর্ণ উহা সেই জনই জানে যে জন
করতে জানে তাৎপর্য পূর্ণ‍তার সহিত মর্যাদা।


ফরিয়াদ হে আল্লাহ মাফ করে দাও আমাদের
ক্ষমা করো সকল প্রকার অপরাধ আর যেন
না করি অমন ভুল সেই তরে দাওমাফ করে
তুমি না করলে মাফ কোথায় যাবো বল না।
এই পবিত্র লাইলাতুল  রজনী রাত্রের ইবাদত
এর ফজিলতে এই করোনা ভাইরাস নামক
মহামারী হতে রক্ষা করো আমাদেরকে দাও
না মাফ করে। এই রজনী রাত্রের ওছিলাতেই
মাফ করে দাও বিশ্বের সকল মানুষ দিগকেই।
স্বার্থক করো তোমার অলৌকিক প্রেরিত পবিত্র
ধর্ম গ্রন্থ আল কোরআন নাজিলে তাৎপর্যের
ফজিলতের বরকতের রহমতে তোমারই কুদরাতে।
তাই তো রয় এই "পবিত্র রজনী রাত্রী" মানবকূলের
অপূর্ব দীপ্তমানের আলোর দিশারী হয়ে মানবতায়।
===×××===
===×××===
বাণী : ‍"পবিত্র রজনী রাত্রী" প্রতিটি বৎসর সাতাইশ রমজানে বয়ে আসে। এই রাত্রেই পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে হিরা পর্বতের গুঁহাতে' আল্লাহর নির্দেশে হয়রত মুহাম্মদ (স) এর উপর অলৌকিক ভাবেই। যে পবিত্র কোরআন মাজিদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ সকল মানব কূলের জন্য আশীর্বাদ ও আদর্শ। মহা-আইনের আইন, নিয়মের নিয়ম, শান্তির বার্তার বার্তা, সত্য-নিষ্ঠার এক অনন্য মর্মার্থের চরম ধর্মগ্রন্হ, বিজ্ঞানের মহা-বিজ্ঞান,রাষ্ট্র পরিচালনার আদর্শ চাবিকাঠি, সৈনিকের রণকৌশলের অপূর্ব কারুকার্যের অমৃত সুধার শৃঙ্খলার তেঁজশীর নিয়ম-কানুন। এমন আদর্শ ধর্মগ্রন্হ আর দ্বিতীয় প্রেরিত হবে না এই ত্রি-ভূবনে। সেই "পবিত্র রজনী রাত্রীতে" আর্বিভূত হয়েছিল "আল-কোরআন ধর্মগ্রন্হ" আমরা সকলে স্মরণ করি একনিষ্ঠ্যতায় পালনে রইবো একমত অপূর্ব হৃদয়ের মনন খানাতে।। যে ধর্মগ্রন্হের নাই তুলনা কোন কিছুরই সাথে।।
চলমান