এক' সদা সত‍্যের পথে অবিচল থাকা সব সময়ই
দুই' বিধান মতে বিধাতার হুকুম পালন করা
তিন' রিজিকের জন‍্য প্রতিনিয়ত সঠিক কর্ম করা
চার' কখনও মিথ‍্যাকে কভু প্রশ্রয় নাহি দেওয়া
পাঁচ' মানুষ হয়ে মানুষের ক্ষতিতে মশগুল না হওয়া।


এক' সত‍্যের পথে যারা অবিচল থাকে
জীবনে তারাই হয় যে কামিয়াবী আ-হা-কি-যে-শান্তি!
জীবনে অনেক গাড়ি-বাড়ির মালিক না হলেও
দায়ী থাকবে না কোন মানুষের আহাজারির
ডাল-ভাতে চলে যাবে সামান‍্য ক'দিনের জীবন।
মানুষ যদি প্রকৃত পক্ষে না হতে পারে মানুষ!
মিথ‍্যা অহংকারের অপবাদ মাথায় নিয়ে অপরাধী
মনে দাম্ভিকতাতে অযোগ‍্যতায় উপার্জিত ধন-রত্নে
শতশত মানুষের আত্মার-আহাজারির অপবাদে
কি লাভ হয়! শেষ পরিনতিতে ঐ সকল মানুষের?


দুই' বিধাতার বিধানের অনিয়মে চললে জীবনে
এক শ্রেণীর মানুষ গুলি মনে করে থাকে বেজায়
চলছি বুঝি ভালই! ঐ মনে এমন সব কর্ম করে
শেষ মেষ পরিনতিতে দেখা দেয় "হে আল্লাহ"
রক্ষা কর! অপরাধ করেছি কত' তাই তো আজ
এই দর্শা ক্ষমা করো! তুমি ক্ষমা না করলে' বাঁচবো
কেমন করে।


তিন' রিজিকের জন‍্যে করতে হবে সঠিক কর্ম
প্রতিনিয়তই কোন অলসতা না করেই ঐ মনে
চললে দেখা দেবে না অর্থের অভাব, ভাতের
কষ্ট, আবাসন সমস‍্যা, পোশাক-পরিচ্ছদের
ঘাটতি, সামাজিক আচার-অনুষ্ঠানে অংশ
গ্রহণ, হাত পাততে হবে না অন‍্যের নিকটে।


চার' যে মানুষ গুলিই জীবনে মিথ‍্যাকে দিয়েছে
প্রশ্রয়। সেই মানুষ গুলিই জীবনে হয়েছে বড়ই
অসহায়। এক সময় তাদের জীবন শূন‍্যে হয়েছে
ভরপুর। লাভ করতে পারে নাই কিছুই! বাস্তবতা
হল অবান্তর জীবন যাপন ও চাহিদা কখনও
মানব জীবনে মঙ্গল বয়ে আনে না। সেই তরে
কখনও মিথ‍্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না। ঐ মনে
যে কোন মূল‍্যে রক্ষাকরতে হবে মানবের মনকে।


পাঁচ' মানুষ আশরাফুল মাখলুকাৎ! সৃষ্টির সেরা
জীব। যার তুলনা হয় না অন‍্য কোন জীব-জানো
-য়ারের সাথে। সেই তরে মানুষ মানুষের সাথে
কোন অবস্থাতেই করলে বেইমানী! ক্ষমা হবে না
এহজগৎ ও পরকালেতে। যার ফল এক সময়ে
ভোগ করে দুনিয়া হতেই বিদায় নিতে হবে। ঐ
অনৈতিক মন কেন হবে তৈরী? এমন জীবন
গড়তে হবে যে জীবনে নিজ কল‍্যাণে রইবে মন
অপরকেও করবে নিজের জীবনের ভাবনাতে।
সেই মনে সব সময়ই বিশ্বাস রাখবে হয় না যেন
ক্ষতি আমি মানুষ হয়ে অপর মানুষের তরে।
তবে অফুরান্ত বাস্তব অনাবিলের সুন্দরের সুন্দর
তম মানব জীবন পাবে অপূর্ব উপলব্দিতে ভরে।


এই এক হতে পাঁচ পর্যন্ত উত্তম কাজ গুলি
নিয়মিত পালন করলে একজন মানুষের
জীবনে কখনও হতাশা দেখা দিবে না।
জীবনে আসবে সফলতা। সুন্দর ভাবে
করতে পারবে সামাজিক নীতি-রীতির
দায়িত্ত্ব ও কর্তব‍্য পালন। অপবাদের বোঝা
বহন করে চলতে হবে  না সারাটি জীবনে।
শুনতে হবে না এক মানুষ হতে অপর মানুষের
অপবাদের গ্লানি। সেই তরে আহবান কোন
হিংসা-বিদ্ধেষ নয়; নয় খুন-খারাপী, জোর
যবর-দোস্তী, এসো বসি এক সাথে কোন
সমস‍্যা হলে শান্তি আলোচনা করি। মিটাই
সকল সমস‍্যা পরামর্শ ক্রমে। মানুষ মানুষের
পরিচয়ে। যেন অমানুষ না হই সেই মানবিকতাতে।।


===×××===
===×××===
বাণী : একে সদা-সত‍্যের পথে, দুই'য়ে বিধাতার হুকুম মেনে চললে, তিনে রিজিকের জন‍্যে প্রতিনিয়ত নিয়ম মেনে কোন অলসতাতে মন নাহিদিয়ে, চার'য়ে মিথ‍্যাকে কভু প্রশ্রয় না দিয়ে, পাঁচ'য়ে মানুষ মানুষের জন‍্যে কোন প্রকার ক্ষতি যেন না হয় একে অপর হতে। সেই তরে করলে সঠিক কর্ম তবেই শান্তি মানব জীবনে। যার তুলনা হবে না অন‍্য কিছুরই সাথে।