পিপিলীকা পিপিলীকা
কোথা যাও দলবল
ছাড়ি একা একা!
এক পিপিলীকা বলে
আরেকটি পিপিলীকাকে
ওভাই যেও না একাকী
বিপদ তোমায় দেখা দিলে
কে তোমায় রক্ষা করিবে?
খাদ‍্যের অভাব দেখা দিলে
কে তোমাকে সহায়তা করিবে?
কোন পিপিলীকা আহত হইলে
অন‍্যান‍্য পিপিলীকা রত হয় উদ্ধারে
আহার সংগ্রহে দলে দলে ছোটে
আ-হা-এ-কে-অ-প-রে-ছো-টে
প্র-ত‍্যে-কে-প-রে-র-ত-রে।
ঐ যে দেখিতে পাই সেই কীট-পতঙ্গ
প্রকৃতি হতেই সৃষ্টি বিধাতারই দান
তাদেরই সংর্ঘবদ্ধতায় রয় কতটাই আপনের;
প্রকৃত পক্ষেরই মমতার অপূর্ব ভালবাসা।
আল্লাহর সৃষ্ট সবই
করা যাইবে বিনাশ বিনা প্রয়োজনে!
সকলেরই প্রয়োজন রহিয়াছে
নিশাচর এই ত্রি-ভূবণে।।
হে মানুষ আমরা দেখিতে কি পাই না
কীট পতঙ্গ পিপিলীকারা একতা রয় কেমনে।।
===×××===
===×××===
বাণী : মানুষের দল গঠন হইবে সততার, কর্তব‍্য পরায়নতার, অন‍্যায় প্রতিরোধ করার, সমাজকে বিকশিত করার, সুন্দর সমাজ গঠন করার। যেমন সামান‍্য কীটপতঙ্গ যেমন ভাল কাজে ও তাদের রক্ষার্থে দল বেঁধে একত্রে চলে এবং বসবাস করে থাকে।। সকল ভাল কাজে একতা বদ্ধতা ব‍্যতিত সফলতা সম্ভব নহে।।