পবিত্র রজনী রাত্র!
ওহে নবী তুমি তো
ইসলামের কান্ডারী!
তুমি তো দিনের সূর্য  
তুমি তো রাত্রেরও।


তুমি দ্বীন-ই ইসলামের
আলোর দিশারী সমস্ত
মানব কূলের দীপ্তমান
শিষ্ঠাচার ও নৈতিকতার'


অভয়ের সু-উচ্চমানের
আলোক রশ্মির ন্যায়ের
সুদীপ্ত ঝলমলে স্নিগ্ধের
হাস্যউজ্জ্বলের অপরুপ।


তুমিই তো এই দিন ঐ মনে'
আজ বার মার্চ মিরাজ রজনী
রজব মাসের সাতাশ তারিখে
ওহে প্রিয় নবী মিরাজে গমন
করে ছিলে,এই দিন যে তুমি।


তাই তো এই রাত্র ইবাদত
বন্দগীতে মশগুল থাকা খুবই
পূণ্যের কাজ! যে করবে এই
কাজ, সেই ভান্ডারে জয়ী তুমি।


এসো না সকল মুসলিম
ভাই-বোন এসো ইবাদতে
স্মরণ করি, মহা নবী হয়রত
মুহাম্মদ (সঃ) কে' এই দিনে।


তাঁর আদর্শে হলে আদর্শবান
হবে যে সকলেই লাভবান।
ক্ষতি হবে না কারো করলে
পালন, মানলে বিধাতার বিধান।


সেই তরে রইবো আমরা এক'
মনে জাগ্রত জ্ঞান-ধেয়ানে সেই
তরে! আর সৎ মনে পথ চলে
জীবনকে করবো জয় তবেই
তো জীবন-যাপন ধন্য হবে।


যত বাধাই আসুক না কেন!
আল্লাহ আমাকে করবেন রক্ষা
এতে নাই কোনই সন্দেহ' যে
নির্ভয়ে চলবে পথ অভয়েতে।


সেই তরে এক নিষ্ঠা মননে'
এই মিরাজ রজনীতে চললে
ইবাদতের চাইলে কেন দিবে
না, বিধাতা সেই রজনী অনন্যতায়।
===×××===
===×××===
বাণী : মিরাজ রজনীতে এক নিষ্ঠতায় ডাকলে আল্লাহকে সেই ডাকে দিলে সারা তবেই তো নবীজির মহব্বতের প্রতি রইবে শ্রদ্ধা ও ভক্তিতে মন। সেই মনে নিবেদন রয়! একবার যদি পেতাম দেখা আমার পিয়ার হাবিব প্রিয় নবীকে। মানবকুলের চরম আদর্শ যা ভাবতেই অবাক লাগে। এমন মহা-মানব আর কি দিতীয় কোন মিলানো দায়।