এইতো চোখের সামনে দেখতে দেখতে
শেষ পর্ব চলছে নিবে বিদায় সকল ধর্ম
প্রাণ মুসলিম জাহানের মুসল্লিদের হতে
মানব জীবনে শিষ্ঠাচার নীতি-নৈতিকতা!


ধনী-গরীব পার্থক‍্য প্রেরণা জ্ঞানী দীপ্ততা
অজ্ঞানে ভাবনা অমূলক চেতনা ব্রতমর্ম।
শুধুই শোভা আদব নাম রমজান মাসের
রোজা উপশ উপশম, যদি না থাকে শুদ্ধি।


সেই সকল রোজদার পাবে কি শান্তি?
এতো সুন্দর পবিত্র আমেজ সংযোমীতা
প্রথম দশে রহমত বিরাজমান মানবতায়
দ্বিতীয় দশে ফজিলত পাবে অপূর্ব দীক্ষা!


শেষ দশে নাজাত আল্লাহ হুকুম পালনে
এই পবিত্র মাসে ছওয়াব মাসে হিতকর
কাজে নেই অংশ, করি ধর্মীয় বিধানেরই
নিয়ম পালন পবিত্র রোজায় রোজাদার'


অ‍্যাপ‍্যায়ন সেরা মনে বেশ খুশি চেতনা।
ঐ'দিকে ছিল বেজোড় রাত্রের ঈবাদত!
খুবই গুরুত্ব পূর্ণ আমলের ব‍্যবস্থা হ্নদটি
তাইতো ভেবে নিলাম অনেক চাহিদা রয়;


শেষ ভালো যার সব ভালো জাগ্রত প্রাণ
উচ্চ-মননে এগিয়ে অসাধারণ সর্বোচ্ছে
প্রিয় সহকর্মীদের একান্ত সহযোগিতায়
আয়োজন হয় রুচি সন্মত ইফতারপাটি!


তৈরিতে ব‍্যস্ত সংশ্লিষ্ট সকলে একনিষ্ঠে
ইফতারের সময় ঘণিয়ে আসেই বিতরণ
পর্ব যেন এক বিশাল সমাগম সাদামাঠা
মেন‍্যুপর্ব খুরমা শরবত গো-গোস্তঝোল


রোষ্ট মুড়িঘোন্ট শোসা দই মুসল্লিগণের
সমাগমে মুখরিত বেশ সিরিয়াল আসন।
সকলে বসে পরিপাটি গোছানো বেশেই'
কি যে ভাল লেগেছিল একান্তইআপনত্ব।


মুসলিম মধুর সারা জাগানো বেশ সাম‍্য
ভেবে দেখলাম এমন সুন্দর পরিবেশের
বিধাতার দানের নেই তুলনা অন‍্যকিছুরই
সাথে। শ্রেষ্ঠ মানবতা প্রেরণা জাতি সভ‍্যে।