এই তো সময় এখন পবিত্র মাহে রমজানেরই মাস
সিয়াম সাধনের মাস; সংযোমীর মাস; এসো বন্ধু!
এসো সকল সারা জাহানের মুসলিম নর-নারী কূল
নাও না দীক্ষা সংযোমীর আত্মশুদ্ধির মর্মার্থ অর্থের'
হে আল্লাহ্ দাও না আমাদের তৌফিক ঐ জ্ঞানালো।
তুমি ছায়া তুমিই কায়া তুমিই মায়া তুমিই ভরসার
একমাত্র কান্ডারী দুনিয়া ও আখেরাত ভব-পরতরে।
তোমায় ছাড়া নেই কোনই উপায় তোমার নামবীণে
আমাদের তুমি দাও না যতই শাস্তি তাতে নেই মানা।
তুমিই তো আমাদের এহকাল পরকাল জগত কর্তা!
ক্ষমা কর সকল অপরাধ; পরিশুদ্ধতায় পূর্ণ্যতা দাও।
জীবনে যেন তোমার হুকুুমের গোলাম হয়েই চলি,
থাকতে পারি যে ক'টি দিনে দাও হায়াত দুনিয়ায়।
সেই জ্ঞান দান করিও যেন নিজসহ পরকল্যাণ ব্রত'
শান্তিকামী তুমি বিধাতাকূল জনম জনম আপনত্বে।
হে রহিম রহমানুর রাহিম! পরওয়ার দিগার বিচার
দিনের মালিক! তুমিই আমার একমাত্র অন্তজামী।
এই পবিত্র মাহে রমজান মাস প্রথম রমজানানুল
শুরু দীক্ষা রহমতের দশদিন একটি বৎসর শেষে
পেয়েছি ভাগ্যেরই জোরে, মাহে রমজান তোমারই
সেরা মাস মুসলিম জাহান শ্রেষ্ঠত্ব ইবাদত মর্মতায়
ভরা আমল নামা পূর্ণ‌্যতা প্রাপ্তি সেই মানব মনটির।
অনেক ভুল করি সারাটি জীবন ভর মাফ করে দিও
আর যেন না করি কোন অপরাধ কোনদিন এ'ধরায়।
সহজ সরল পথে চলি, সঠিক তোমার হুকুম দীক্ষায়
ন্যায়-অন্যায়; জয়-পরাজয়; আপন-পর ভাবনামন।
করি না যেন এ'জগত সংসার মিছা মায়া অপরাধে।
হে আল্লাহ্ পবিত্র রমজান মাসটির পরিপূর্ণ‌্যতা দাও
এই হৃদয় মন প্রাণ আত্মা আত্মার শুদ্ধিতায় ভরপুর।
শয়তানের ধোকা হতে রক্ষা করিও সব সময় সর্বত্র
সকল প্রতিকূলতায় যেন তোমার নাম থাকে স্মরণে।
আমিন।।
×××××××××××××××××××××××××
বাণী: চলমান