পরিবার পিতা-মাতা
ভাই-বোন!
তোমরা এতোটাই আপন
বিনা সূতার রক্তের মায়া বাঁধন।
একে অপরে থাকতে হয় মিলেমিশে
তাইতো চেয়েছি সারাটি জীবন ভর।
প্রত‍্যেকে আমরা একজ'না অন‍্যের
ছোট্টবেলাতেরই স্বপ্ন বিভোরতায়।


শত দুঃখ-কষ্ট-বেদনা মাথায় রেখে
প্রকাশ করিনি কাউকেই এ'ধরাতে।
তবুও ছুটে গেছি তোমাদের দেখতে
তোমাদের শরীরের গন্ধ সাধপেতে।
আপনত্ব কতটা ভাল ভাল লাগায়!
সেই তোমরা গায়ে পায়ে বেড়েছো
কি, আপনকে ফেলে অনেক দূরে
আমি যদি সত‍্যই হতাম সে'সময়।


থাকতাম আজ তোমাদের মতন
কেমন হত কে দেখতো তোমাদের?
কত স্বপ্ন দেখাতে বড় হয়ে তোমরা
নিজেরা হবে বেশ আমাকে দেখাবে।
অন‍্য সকল সন্তান দশের সেরাএক
অনন‍্য জীবনের পরিচয় বহণে মন।
সেই তোমরাই আজ হয়েছো পর;
ভুলে গেছ সেই চেনাকেই আপনত্ব।


কেন তোমরা মিথ‍্যা বল?
মিথ‍্যা দিয়ে কেন জীবনগড়?
কোন কথাই বলবে না মুখে
বলবে শুধু দাও জীবন গড়তে।
সেই চেতনাব্রত মনটিতে একদিন
আসবে জয়! যেন আপন-পর!
সবাইকেই বুঝতে পারবে অপূর্বে
অপরাধী হবে না কভু নিজমন ও বিধাতায়।
*************************
বাণী: যে পরিবারের শিশুর জীবন মিথ‍্যা দিয়ে শুরু হয়। সেই পরিবারের শিশুমনটি সঠিক ও বিবেচ‍্য বিবেচনা বোধ বিকাশে বাধাগ্রস্ত হয়ে থাকে। যা ঐ' পরিবারের শিশুর জন‍্যে অভাবনীয় ক্ষতি।