কি পরিচয়ে হব নিজ জীবনের একজনা!
দাদার বাবা না কি ছিল খুব ভাল মানুষ!
দাদাও ছিলেন নাকি গুণিজন; সমাজ ও
তাই বলে। প্রকৃত পক্ষে আসলে কি তাই?


বাবা জান; চাচা জানেরা তাই তো গর্বে বুক
ফাঁটায়ে বলেন অকুপটে লোক সমাজে।
ঐ'দিকে আমি দেখতে ও জানতে পারি!
ক'জনার মধ‍্যে রয় যে সত‍্যই মানব মন?


তাদের দাদার বাবা ও নিজ পিতাতে কি
রয়ে তেমন'ই গুণি ভাবনার একজনা'রও মন?
দাদার বাবা গুণি নিলাম মেনে আপন হতেই!
দাদা ও পিতা তিনারাও গুণিজন তাও নিলেম।


এখন আসি আমার পালায় ঐ'নামের সতীর্থে
গুণ কীত্তর্ণে চলিবে কি মন, প্রাণের সাধের রঙ!
যৌবনের চরম বিশাল ভাবনার মনোহরা হরিতে
সুফসলতার জীবনের কল‍্যাণের মঙ্গল চেতনায়।


বংশানুক্রর্মাতে একটু হলেও গরম সরগম
হয়ে থাকে মানবের মন। তাই বলে কি আর
যোগ‍্য না হলে কি করে চলবে নিজ পরিচয়!
অলস অবোধের ন‍্যায়ে চলাতে ঐ'মন ভাবনায়।।


আমি অলস কর্মহীন মানুষ নামের কলংঙ্ক!
করতে পারি নাই নিজ নামের পরিচয় বহনে
একজন প্রকৃত মানুষ! ঐ'দিকে বংশের গল্প
সমাগমে সরগম করে সময় করেছি অবিনশ্বর।


তাই তো দাদার দাদা বাবার পিতার কি ছিল?
সেই পরিচয় নাহি দেই। নিজ পরিচয় অর্জন
করি' চলি এই সমাজের একজন উত্তম ও
উৎকৃষ্ট মানুষ রুপে দেখবে নিজ পরিচয়টাই'


বলে দিবে অমকের নাতী অমকের সন্তান বলে
কথা। বয়ে আনবে সমাজের গুণি জনের এক
জনা! এই সমাজে এক শ্রেণীর মানুষ গুলিকে
দেখতে পাই শুধুই পরিচয় দেয় আমার অমক!


আত্মীয় ভাল চাকুরী করেন, অনেক বড় সাহেব
খুব ক্ষমতা তাঁর। এই বলে ছড়ি ঘুরাইয়া ও মোছ
তাওয়াইয়া আর লোক সমাজে বলে থাকেন!
প্রকৃত পক্ষে নিজ বলতে যোগ‍্যতা কিছুই নাই।


আরে ভাই সেই তরে তোমার পরিচয় কি আছে?
ভেবে দেখেছো কি একটি বারও অবুঝ মনে??
শুধুই পরের প্রশংসায় পঞ্চমুখ করে চলতে চাই
আমরা একশ্রেণীর মানুষেরা সেই তরে নিজকে
পরিচয়ে চিনতে পারি কি ক'জনা???


মামা, দাদা, পিতা, ভগ্নিপতি, সহপাঠী আরও রয়
এমন অনেক নিকটতম আত্মীয়ের ভাল পরিচয়
বহণেই মানব জীবন বহমান। তাই বলে কি নিজ
জীবনের পরিচয় বহিবে অন‍্যের কর্মের গুণে?


তাহলে মানব হিসেবে জন্মই বৃথা হবে এ'ভবের
পরগাছা নামেরই অপ্রিয় মানব কলংঙ্কের রোষে।
তাই তো বলি অপরের গুণে নিজে না চলে নিজ
গুণ পরিচয়ে হলে গুণিজন হবে স্বার্থক জনম।।
===×××===
===×××===
বাণী: মানুষ হিসেবে জন্ম নিয়ে নিজ কর্মগুণে নিজের পরিচয় নিজেই বিধাতার নিকট চেয়ে নিজকে গড়ে সমাজের মূল‍্যবান মানুষ হিসেবে দাঁড় করাতে যে পরিচয় বহণ করবে সেই পরিচয়ই হল প্রকৃত পরিচয়। কোন বাবা দাদা নানা মামা দুলাভাইয়ের  ধন সম্পদের ও উচ্চভিলাসের পরিচয়ে নিজকে পরিচয় নহে। প্রকৃত পরিচয় হল নিজ যোগ‍্যতা। সেটাই নিজস্ব পরিচয়।।