যে প্রেম কোন বয়সেরই বাঁধ মানে না,  
এ কথাটাই যেন সত‍্যই বটে!
সত‍্যই হয় যে, নোংরা মনে এগিয়ে চলা
সেই তরে, যা শেষে সেই জন'
যে জন পস্তায় সেই জনই জানেন।।
যে প্রেমে বয়স লাগে না সেই প্রেম
কি হতে পারে প্রকৃত পক্ষেরই প্রেম?
না কি ঐ দিকে ভুলুক্ষেপ না করেই
নিজ জীবনকে হেয়ালিপনাতে ভরে।।
সময় যখন ছিল উপযুক্তের উপযুক্ত
সেই সময়ে আসতে চায়নি যে প্রেম!
কত বাঁধা! বাড়িতে ঘর নেই, অনেক
গুলি ভাই-বোন সাথে মা-বাবা আরো
ঝয়-ঝামেলা। 


ছেলে কত কি আয় রোজগার করে?
তাতে মেয়েটি'র দু'মুঠো ভাত দেওয়া
তো বাড়ির কাছে' সোহাগ আহলাদের
ও জো থাকবে না। অমন ছেলের সাথে
ঐ বাড়িতে আত্মীয় করা যাবে না'রে।
অপর একজন বলেন ছেলে তো দশের
মধ্যে একজন। হলে কি করার! অপর
দিকে মেয়ের বাবা নিজ মেয়েকেই ভরণ
পোষণেই অপারগতা। বিয়ে বলে কথায়
কতজনের কত কথা হয় যে যে বিবাহ-শাদীতে।
অপর দিকে খোঁজ-খবর নিয়ে জানা গেছে
ঐ ব‍্যক্তির মেয়েটির ইতি পূর্বেও হয়েছিল
একটি বিবাহ ক্লাশ সেভেনে থাকতে।


ছেলে আলারা ভেবে ছিল গরীব ঘরের
মানুষের মেয়ে! হয় তো ভাল  ঘর পেলে
সংসার করবে ভাল ভাবে সবাইকে আপন
করে নিয়ে। ভাল হওয়া তো বাড়ির কাছে'
ভাল ভাত কাপড়ের সংসার পেয়ে হয়েছে
বদের লাঠি। মানতে চায় না শৃঙ্খলা যত্র
তত্র যেতে চায় বাবার বাড়ি মানতে চায়
না শাশুরি-শশুর, দেবর-ননদ-জ‍েটুস-
জা-ভাশুরের কথা। নিজ মায়ের কথায়
স্বামীকে বলে আলাদা থাকতে, তা না হলে
গেলাম চলে বাবার বাড়ি। এই দেখ না মা
আমায়  বলেছেন এই বলেই দে যে পাড়ি।
এসে ঐ বউ টাংকি মারে নিজ এলাকাতে
ও অজানা অনেকেরই সাথে। কি যে উপায়
কেমনে যে ঐ সংসার খানা টিকবে কে বা
জানে? সত‍্যই এক দিন ঐ সংসার গেল যে
ভেঙ্গে।


ঐ মেয়ের  পরকীয়ার নষ্ট লোভে তাঁতী নষ্টতে
এর মাঝে হয় যে একটি মেয়ে সন্তান কে নেবে
দায় ঐ বাচ্চার? কে কার কথা শোনে! ওরা না
কি সকলেই ঈমানদার সত‍্যবাদী যুথীষ্ঠিরদল
সর্বন‍্যাসাতে ভরা। ধর্মকর্ম মুখে মুখে নাই ডর-
ভয় সমাজ চক্ষুর, নাই তো বিধাতায়। মিথ‍্যা
যৌবনের অবস্বাধের গ্লানিতে চলতে অভ‍্যাস্ত
জাত-মানের করে না তারা কোনই তোয়াক্কা।
কোনই কথাই শুনতে চায় না, এক সংসার
ভেঙ্গে ধরতে চায় আরেক সংসার হোক সে
যেমনই থাকতে হবে অর্থ-কড়ি! সংসার
থাকলেও অসুবিধা নেই,পরামর্শ দিতে বেজায়
ভারী; কি সব গান গেঁয়ে মোবাইলে মন
ভোলাতে বেজায় পটু। স্বামী হবে একটা,
হবে সংসার, বাসবো ভালো, আপন মনে,
কত আদর দেব যে তাকে; চাকুরী-বাকুরী


ভাল লাগে না মনের মত যদি পেতাম
কাউকে? একথা বলেই বলেন আপনার
কে আছে? আমি বলি বয়স আমায় পঞ্চাশ।  
স্ত্রী আমার আছে। ঐ মেয়ে বলেন তাতে কি?
আপনার সম্পদ ক নেন না আমায় বিয়া করে,
তা না হলে বন্ধু! হায়রে বিয়াদব মেয়ে জাহান্নামী'
বিবাহিত বয়স্ককে কেন করবি পছন্দ বা বিবাহ বা বন্ধুত্ব?
তার তো সংসার  আছে। ঐ সংসারে ঘুনধরায়ে কি
লাভ হবে তোর জীবনে? আজ যাকে তুই
করছিস পছন্দ কাল তোর হবে কালনিশি '
সেই কথাটিই এখন ভেবে করলে কাজ
মানুষ হিসাবে পাবি না যে কারো কাছে লাজ।
এই ভাবেই তো সমাজ নষ্ট, চোরে শুনতে চায়
না ধর্মের কাহিনী, জাত-মান ওবোঝে না, করে
আসে শুধুই ভন্ডামী। ওহে মানুষ এই ধরণের
লোক হতে (নারী-পুরুষ) হও সর্তক ও
সাবধানতা প্রেম করতেও বয়স লাগবে।


লাগবে জানা ভাল-মন্দ জীবন নামক
ভবিষ‍্যৎ সংসার ধর্ম  বলে কথা। প্রেমের
কোনই বয়স হয় না এ কথাটি সত‍্য বটে
সকলের জন‍্যই সত‍্য নহে! জ্ঞানী গুণী
জনেরা তাই -ই-বলে।
যে জানে না নিজেকে চিনতে; সেই না কি
নিজেই বলে অনেক জ্ঞানী অপরের সংসার
ভাঙ্গলে কি হবে? লোক-মুখে দু'এক দিন
সমালোচনা করবে এক সময় শেষ হয়ে
যাবে। তিন দিনের দিন  কে কার খোঁজ রাখবে!
এই মেয়ে-ছেলেই দেখি সমাজ সচেতন কে
পারে তার সাথে। যদি বলা হয় এমন কাজ
করিস না একটু ধৈর্য ধর, মানুষ হও, কামাই
রুজি কর, তারপর দেখে শুনে ভাল ঘরে
দি-বানে তোদের বিয়ে।


ভাল কথায় কান না দিয়ে, ও যা বলে তাই
শোনাতে চায় শেষে। এখন বলেন ঐ পাগল
কে কি করে করা যাবে মানুষ? পাগলের
কথা না শুনলে হতে যে নাস্তানাবুদ।
এই হল আমাদের সমাজের মানুষ, আমরা
সমাজ সচেতন। সাবধান ঐ ধরণের পাগল
বিকৃত মস্তষ্ক চেতা (নারী-পুর  হতে রক্ষায়
রবে, মনে থাকতে হবে প্রেমের সুন্দর বয়স।
সকলের সাথেই প্রেম হয় না! করতেও হয় না
পাগলের কথায় মত্ত হয়ে। দেওয়ানা সেজ না।
অনিয়ম-তান্ত্রিক ভাবে কারো সাথে বাক‍্যালাপ
না করে (নারী-পুরুষ) হঠাৎ ভাল লাগায় সাই


দিও না কেহ। হঠাৎ ঘটনা হঠাৎ ই হয়।
জোড়া যেমন লাগে আবার তিলিকেই যায়
ভেঙ্গে বিনাস হয়ে। সেই তরে প্রেম করো নিজ
স্ত্রীর সহিত ভালবাস স্বামী-স্ত্রীতে, ভালজান
পিতা-মাতা সন্তান আরো আপন জনদেরকে।
প্রেম পবিত্র শিখা এই প্রেমে বয়স লাগে, লাগে
ভালবাসা। যে  প্রেমে বয়স লাগে না সেটা কোন
প্রেম হতে পারে না। হতে পারে লোভ লালসা,
ভবিষ‍্যৎ সমাজ কলঙ্কিতের চরম বিশ্বাসের
বিশ্বাস ঘাতকতার, সমাজ বিনষ্টের রটনা প্রজন্ম
কে একটি নষ্ট পরিবেশ তৈরি করে ইতিহাস
রচনা করা ছাড়া আর অন‍্য কিছুই হয় না।।
===×××===
===×××===
বাণী : যে প্রেমে বয়স ম‍্যাটার না এক সময় দেখা যায় যে পরবর্তীতে মেটার না ব‍্যক্তি হতে বেরিয়ে আসে মনে করে ছিলাম লোকটি বয়স্ক ভাল হবে আমাকে অনেক ভাল বাসবে! প্রকৃত পক্ষে ওর সেই মুরদ নেই। এখন আমি কি করি?  তাই ঐ বুড়ার সাথে সংসার করাটা হয়ে উঠলো না। এমন লোক (নারী-পুরুষ) সমাজে অহরহ। তাদের ছলনা হতে সাবধান যুব সমাজ ও ভালবাসার কাঙ্গাল লোভী মানুষ। সেই তরে সমাজকে সচেতন হতে হবে। অন‍্যথা নহে।।