ঐ সেই প্রেম কি আর রয়েছে!
মানবের মনে' যাকে চাই দিতে;
সে কি পারে নিতে?
দিবে আমাকে ঐ সেই প্রেয়সী মনে?


একটি প্রেমের কবিতা লিখেই
যদি হয় শেষ, প্রেমের গল্পের ঝুঁড়ি!
তাহলে তো প্রেম নামক থোঁকা থোঁকা
বাঁধা বাঁধা ছোট ছোট কল্প-গল্প কথা'


দেখা হওয়া! প্রথম দেখাতে ঐ সেই দিন
বলে কথা, হয়েছিল দেখা কি যে...
ভাল লেগেছিল তোমাতে আমায়; যায়
কি সেই দিনটির স্মৃতির কথা ভুলা?


কি যে ভারী হয়েছিল আকাশ খানা!
অপলক নয়নের তরে শুধুই ডাগড়
চোখে'তে চেয়ে চেয়ে থাকা ছাড়া কি
আর! উপায় ছিল না যে তোমাতে...


অনেক ভালবাসায় জেগে ছিল প্রেম'
মনেরও মাঝে অজানাতেই সেই যে'
অনেক প্রেম নামক আশাতে রয়ে!
ঐ'মনে ভালবাসী একান্তই তোমাকে।


তাই তো এক দিন সত‍্যই হলে তুমি!
তাই তো ঐ'একই দিনে আমিও হলেম
তোমায়! কি যে প্রেম নামক সঙ্গীর
জীবন সাথী সত‍্যই পবিত্র প্রেম বলে কথা!


সেই মননের তরে রচিত হয়ে থাকে কবিতা
কতজ'না হতে প্রেম পাগল; প্রেম উৎসর্গিত;
প্রেম উদ্ভাসিত; প্রেম মানে বিনয়ী; প্রেম ভদ্র;
প্রেম বেদনাকে এক সময় হার মানায়ে।


মানব জীবনকে গড়ে তোলে স্বর্ণ শিখরের স্বর্গে।
যেমন টাই খোদা প্রেমে বলা রয়েছে। রয়েছে
বলা; বৈধ স্বামী-স্ত্রী, মাতা-পিতা, ভাই-বোন,
ছেলে-মেয়ে, আত্মীয়-আত্মীয়ের একে-অপরে।


ঐ সেই প্রেমিরা কি যে কোন বীজ বপন রয়ে মন'
অসাধারণ স্মৃতি চারণের কবিতা প্রেমের কবিতা!
ঐ'সকল মনে হয়ে রইলাম একে অপর জনা'তে!
"প্রেমের কবিতা" দিগন্তের দিক বে-দিকের পরশে।।
===×××===
===×××===
বাণী: প্রেম পবিত্র শিখা! প্রেম ছাড়া জীবন বিকল! তাই পবিত্রতার সহিত প্রেম জাগ্রত করে সমাজে (নারী-পুরুষ) মাথা উঁচু করে  বাঁচার ক্ষমতা সংরক্ষণ অতীবও জরুরী।